নজিরবিহীন নির্দেশ! ‘খাঁচার তোতা’ সিবিআইকে মুক্ত করার কথা বলল হাইকোর্ট

মাদ্রাজ হাই কোর্টের মতে, সিবিআই প্রধানের ক্ষমতা হওয়া উচিৎ এক জন সরকারি সচিবের মতো। সিবিআই-এর শুধু সংসদের কাছে জবাবদিহি করা উচিৎ বলেও উল্লেখ করেন বিচারপতি।

নজিরবিহীন নির্দেশ! 'খাঁচার তোতা' সিবিআইকে মুক্ত করার কথা বলল হাইকোর্ট
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 5:05 PM

নয়া দিল্লি: ফের একবার সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI)-কে ‘খাঁচাবন্দি তোতা’ আখ্যা দিল আদালত। এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) জানিয়েছে যে সিবিআই-কে মুক্ত করে দেওয়া উচিৎ। স্বাধীন স্বায়ত্ত্ব সংস্থা হিসেবে তদন্ত করা উচিৎ এই সংস্থার। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া বা ক্যাগের (CAG) মতোও সিবিআই-কেও স্বায়ত্তশাসনের কথা বলেন বিচারপতি, যারা কেবলমাত্র লোকসভার কাছে জবাব দেবে। মঙ্গলবার মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চ ‘খাঁচাবন্দি তোতা’ সিবিআইকে মুক্ত করার নির্দেশ দিয়েছে।

বিচারপতি এন কিরুবাকরণ এবং বি পুগালেন্ধির ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, ‘নির্বাচন কমিশন বা ক্যাগ যেমন স্বাধীন সংস্থা তেমনই সিবিআইকেও সেই স্বীকৃতি দেওয়া হোক। একমাত্র সংসদের কাছে তারা দায়বদ্ধ থাকবে।’ চিটফান্ড-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলায় এর আগে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেয় আদালত। রাজ্যের ইকনমিক উইং তদন্ত করছে। কিন্তু চিটফান্ড-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের মতো সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন, সেই প্রশ্নে সিবিআইয়ের অবস্থান জানতে চায় আদালত। সিবিআই তসন্তভার না নেওয়া হাইকোর্টের তরফে পর্যবেক্ষণে বলা হয়, ‘সিবিআইয়ের ওপর মানুষের ভরসা এবং বিশ্বাস রয়েছে। কিন্তু সিবিআই কর্মীর অভাবের কথা বলে পিছিয়ে যায়। এটা ঠিক নয়।’

এর আগে ২০১৩-তে কয়লা খনি দুর্নীতি-কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এ বার ফের সিবিআই-কে খাঁচায় বন্দি করার অভিযোগ তুলল আদালত। মাদ্রাজ হাই কোর্টের মতে, সিবিআই প্রধানের ক্ষমতা হওয়া উচিৎ এক জন সরকারি সচিবের মতো। আমেরিকার ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) এবং ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে বিচারপতি বলেন, ওই সব সংস্থার মতো সুযোগ সুবিধা পাওয়া উচিত কেন্দ্রীয় গোয়েন্দাদের।

১২ পাতার নির্দেশ দেওয়া হয়েছে এ দিন মাদ্রাজ হাইকোর্টের তরফে। সরকারকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে যাতে সিবিআইয়ের জন্য পৃথক বাজেট বরাদ্দ করা হয়। সংস্থার আমূল বদলের কথাও বলা হয়েছে। আরও পড়ুন: সুপ্রিম কোর্টের যুগান্তরকারী রায়, জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির পরীক্ষা দিতে পারবে মহিলারাও