PM Surya Ghar Yojana: ১ কোটি বাড়িতে ‘বিনামূল্যে’ সৌরবিদ্যুৎ, বড় সিদ্ধান্ত মোদীর মন্ত্রিসভার

মন্ত্রিসভার বৈঠকের পর অনুরাগ ঠাকুর বলেছেন, “আজ মন্ত্রিসভার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। পিএম সূর্য ঘর মুফ্ত যোজনা অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের এক কোটি পরিবার বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবেন।” এই প্রকল্প দেশের সোলার বিদ্যুৎ উৎপাদনে গতি আনবে। এবং এর জেরে ১৭ লক্ষের সরাসরি কাজের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।

PM Surya Ghar Yojana: ১ কোটি বাড়িতে 'বিনামূল্যে' সৌরবিদ্যুৎ, বড় সিদ্ধান্ত মোদীর মন্ত্রিসভার
বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Follow Us:
| Updated on: Feb 29, 2024 | 6:20 PM

নয়াদিল্লি: একাধিক প্রকল্পে বৃহস্পতিবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলি যোজনা। এই প্রকল্পের জন্য। ৭৫ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে বসবে সোলার প্যানেল। এর পাশাপাশি খরিফ মরসুমের জন্য ফসফ্যাটিক অ্যান্ড পটাসিক সারের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গুজরাট এবং অসমে তিনটি সেমিকন্ডাকটর ইউনিট গড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অশ্বিনী বৈষ্ণব বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর অনুরাগ ঠাকুর বলেছেন, “আজ মন্ত্রিসভার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। পিএম সূর্য ঘর মুফ্ত যোজনা অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের এক কোটি পরিবার বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবেন।” এই প্রকল্প দেশের সোলার বিদ্যুৎ উৎপাদনে গতি আনবে। এবং এর জেরে ১৭ লক্ষের সরাসরি কাজের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ১৩ ফেব্রুয়ারি এই স্কিমের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর অধীনে ১ কিলোওয়াট সিস্টেমের জন্য ৩০ হাজার টাকা এবং ২ কিলোওয়াট সিস্টেমের জন্য ৬০ হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র।

খরিফ শস্যের মরসুমে সারের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ২৪ হাজার ৪২০ কোটি টাকা সারের ভর্তুকির জন্য মঞ্জুর করা হয়েছ। সেমিকন্ডাকটর ডিভাইস তৈরির কারখানা তৈরির জন্য ১.২৬ লক্ষ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।