Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনাবিধি ভাঙলেই আইনানুগ ব্যবস্থা, রাজ্যগুলিকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আর ফ্যাক্টর ১-এর বেশি হলেই তা উদ্বেগজনক।

করোনাবিধি ভাঙলেই আইনানুগ ব্যবস্থা, রাজ্যগুলিকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 6:10 PM

নয়া দিল্লি: করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি। দেশে এখন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের আশপাশে। কিন্তু একাধিক রাজ্যে আনলক প্রক্রিয়ার জেরে দেদার বিঘ্নিত হচ্ছে করোনাবিধি। তাই রাজ্যগুলিকে এ বিষয়ে সতর্ক করে করোনাবিধি পালনের জন্য চিঠি পাঠাল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। চিঠিতে একাধিক বিষয় উল্লেখ করে শাহ সাফ জানিয়েছেন, করোনাবিধি বিঘ্নিত হলে দোষী হবে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আর ফ্যাক্টর বাড়ছে। অর্থাৎ করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ছে। তার কারণ হিসেবে উঠে আসছে করোনাবিধি না মানা। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যটন কেন্দ্রে মাস্ক ও সামাজিক দূরত্ব না ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে এই চিঠি পাঠিয়েছে। যেখানে সাফ জানানো হয়েছে, রেস্তরাঁ, শপিং মল, বাস স্টেশন ও অন্যান্য জায়গায় যদি করোনাবিধি বিঘ্নিত হয়, তার জন্য দায়ী হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, আর ফ্যাক্টর ১-এর বেশি হলেই তা উদ্বেগজনক। তাই ১-এর নীচে আর ফ্যাক্টর রাখতে যাবতীয় যা যা প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে হবে। দেশ তৃতীয় ঢেউর চোখরাঙানির মধ্যে রয়েছে। কয়েক মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তার আগে করোনাবিধি বিঘ্নিত হলে সেই পথ দ্রুত প্রশস্ত হবে বলে মত বিশেষজ্ঞদের। তাই করোনাবিধি যাতে সম্পূর্ণ মেনে চলা হয়, তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

কয়েকদিন আগেই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিভিন্ন স্থানে করোনাবিধি লঙ্ঘন ও জমায়েতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তারপরই রাজ্যগুলিতে চিঠি পাঠাল অমিত শাহের মন্ত্রক। এ ছাড়া করোনা রুখতে রাজ্যগুলিকে পরীক্ষা, পর্যবেক্ষণ, ট্রেসিং ও টিকাকরণে জোর দিতে বলেছে কেন্দ্র। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। যা গতকালের তুলনায় ২৩ শতাংশ বেশি। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪-এ। এরমধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ কোটি ১ লক্ষ ৪ হাজার ৭২০। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৪০৮-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬। আরও পড়ুন: মমতার ২১-এর ভাষণ শোনা যাবে উত্তর-পূর্বে! তৃণমূলের ‘শহিদ তর্পণ’ এবার রাজধানীতেও