Congress MLA: ‘হিন্দু রাষ্ট্র’ গড়ার ডাক কংগ্রেস বিধায়কের, ‘ব্যক্তিগত মত’ বলে দায় এড়াল হাত শিবির
শুক্রবার এক অনুষ্ঠানে তাঁর মুখেই শোনা গিয়েছে হিন্দু রাষ্ট্র গড়ার কথা। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কংগ্রেস শাসিত ছত্তীসগড়ে। আর এই নিয়ে বিতর্ক বাধতেই দলের নেতার মন্তব্য নিয়ে 'দূরত্ব' বাড়াল হাত শিবির। বিধায়কের এই মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত বলে জানিয়েছে কংগ্রেস।
রায়পুর: ভারতকে হিন্দু রাষ্ট্র করার চেষ্টার অভিযোগ তুলে নিয়মিত কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। গেরুয়া শিবিরকে তুলোধনা করেন কংগ্রেস নেতারা। এবার কংগ্রেসের এক বিধায়কের মুখে শোনা গেল হিন্দু রাষ্ট্রের কথা। কংগ্রসের ওই বিধায়ক হিন্দু রাষ্ট্র গড়ার ডাক দিলেন। ওই কংগ্রেস বিধায়কের নাম অনীতা শর্মা। তিনি ছত্তীসগঢ়ের কংগ্রেস নেত্রী। শুক্রবার এক অনুষ্ঠানে তাঁর মুখেই শোনা গিয়েছে হিন্দু রাষ্ট্র গড়ার কথা। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কংগ্রেস শাসিত ছত্তীসগড়ে। আর এই নিয়ে বিতর্ক বাধতেই দলের নেতার মন্তব্য নিয়ে ‘দূরত্ব’ বাড়াল হাত শিবির। বিধায়কের এই মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত বলে জানিয়েছে কংগ্রেস।
পুরী শঙ্করাচার্য ও স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে একট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছেন কং বিধায়ক অনীতা। তিনি বলেছেন, “আমরা সকলে যাই হই, আমাদের লক্ষ্য হওয়া উচিত হিন্দু রাষ্ট্র গড়ে তোলা। আমাদের হিন্দুদের হয়ে কথা বলা উচিত। সব হিন্দু একত্রিত হলে তবেই তা সম্ভব।”
ধারসিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনীতা। তাঁর এই বক্তব্যের দায় নেয়নি কংগ্রেস। কংগ্রেসের তরফে সাফ জানানো হয়েছে, এই মন্তব্য বিধায়কের ব্যক্তিগত। চাপের মুখে পড়ে বিধায়কও জানিয়েছেন, তাঁর বক্তব্যকে বিকৃত ভাবে তুলে ধরছে বিরোধীরা। এ বিষয়ে অনীতা বলেছেন, “দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকে। আমরা সেই সম্প্রীতি ভাঙতে চাই না। আমাদের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিলেন মানুষকে ঐক্যবদ্ধ করতে। কিন্তু বিজেপিতে থাকা কিছু ব্যক্তি বিভেদের চেষ্টা করেন।”