Vande Bharat Express: বন্দে ভারতে ওঠার মুহূর্তে মহিলা যাত্রীর ব্যাগ ছিনতাই, ছিল ৪০ লক্ষ টাকার গয়না
Vande Bhaat Passenger: ওই মহিলা যাত্রীর দাবি, তাঁর ব্যাগে গয়নার একটি ছোট বাক্স ছিল এবং বাক্সের ভিতর সোনার নেকলেস, বালা, ও হিরের গয়না ছিল। সেকেন্দ্রাবাদ GRP-র সাব ইন্সপেক্টর এম.এ মাজিদ জানান, প্রায় ৪০ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ।
সেকেন্দ্রাবাদ: বন্দে ভারত ট্রেনে (Vande Bharat Express) চেপে তিরুপতি যাওয়ার পরিকল্পনা ছিল। সেই মতো স্টেশনে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু, বন্দে ভারত ট্রেনে ওঠার মুহূর্তেই ঘটে গেল অঘটন। ছিনতাই হয়ে গেল মহিলা যাত্রীর সোনা ও হিরের গয়না (Gold & Diamond Jewelery) ভর্তি হ্যান্ড ব্যাগ। ওই ব্যাগে ৪০ লক্ষ টাকার গয়না ছিল। সেকেন্দ্রাবাদ স্টেশনে (Secundrabad Station) শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলা দুষ্কৃতীর পিছু ধাওয়া করলেও তাকে ধরা যায়নি। ভিড়ের মধ্যে মিশে যায় ছিনতাইবাজ। অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছে সেকেন্দ্রাবাদ GRP-র সাব ইন্সপেক্টর এম.এ মাজিদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছিনতাইবাজের কবলে পড়া ওই মহিলা যাত্রীর নাম আই.এস শ্রাবণী। তেলঙ্গানা সরকারের সামাজিক কল্যাণ দফতরের কর্মী শ্রাবণী শনিবার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে তিরুপতি যাচ্ছিলেন। ট্রেনে ওঠার মুহূর্তেই গয়না ভর্তি তাঁর হ্যান্ড ব্যাগ ছিনতাই হয়ে যায় বলে অভিযোগ।
পুলিশের কাছে শ্রাবণী জানিয়েছেন, তিনি তিরুপতিগামী বন্দে ভারত এক্সপ্রেস ধরার জন্য শনিবার সেকেন্দ্রাবাদ স্টেশনে যান। ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে ট্রেনে ওঠার মুহূর্তেই পিছন থেকে কেউ এসে তাঁর হাতে ঝোলানো ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি দুষ্কৃতীর পিছু ধাওয়া করেন। কিন্তু, ততক্ষণে অভিযুক্ত ভিড়ের মধ্যে মিশে যায়। তারপর তিনি সেকেন্দ্রাবাদ জিআরপি-তে ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন।
ওই মহিলা যাত্রীর দাবি, তাঁর ব্যাগে গয়নার একটি ছোট বাক্স ছিল এবং বাক্সের ভিতর সোনার নেকলেস, বালা, ও হিরের গয়না ছিল। সেকেন্দ্রাবাদ GRP-র সাব ইন্সপেক্টর এম.এ মাজিদ জানান, প্রায় ৪০ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।