Chief Justice DY Chandrachud: ‘আখ সে দূর সাহি দিল সে কাহা যায়েগা…’, ‘টাইগার শাহের’ শেষ দিনে পাকিস্তানি কবির পংক্তি আওড়ালেন প্রধান বিচারপতি

Chief Justice DY Chandrachud on Justice MR Shah: সোমবার অবসর নেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ। তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও।

Chief Justice DY Chandrachud: 'আখ সে দূর সাহি দিল সে কাহা যায়েগা...', 'টাইগার শাহের' শেষ দিনে পাকিস্তানি কবির পংক্তি আওড়ালেন প্রধান বিচারপতি
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 6:57 AM

নয়া দিল্লি: সোমবার অবসর নেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ (MR Shah)। কর্ম জীবনের শেষ দিনে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বিদায়ী ভাষণে তিনি রাজ কাপুরের সিনেমার বিখ্যাত গান, ‘জিনা ইয়াহা, মরনা ইয়াহা’-র এক লাইন উদ্ধৃত করেন তিনি। পাশাপাশি জানান, তিনি অবসর নেওয়ার পাত্র নন। এরপর তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হবে। আবেগে তাঁর গলা বুজে আসে। আর সুপ্রিম কোর্টের এই বিচারপতির শেষ দিনে আবেগ প্রবাহিত হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কণ্ঠেও। এমআর শাহকে বিদায় জানানোর সময় পাকিস্তানি কবি ওবাইদুল্লাহ আলিম থেকে শুরু করে বব ডিলানের গানের লাইন আওড়ালেন তিনি।

অবসরপ্রাপ্ত বিচারপতির শেষ দিনে এমআর শাহকে ‘টাইগার শাহ’ বলে উল্লেখ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “আপনাকে খুব মনে পড়বে।” পাকিস্তানি কবি ওবাইদুল্লাহ আলিমের একটি কবিতার অংশ উদ্ধৃত করে তিনি বলেন, “আখ সে দূর সাহি দিল সে কাহা যায়েগা, জানে ওয়ালে তু হামে বহত ইয়াদ আয়েগা (এই আদালত থেকে দূরে গেলেও আমাদের হৃদয় থেকে দূরে কীভাবে যাবেন, আপনাকে খুব মনে পড়বে আমাদের)।” এদিকে এমআর শাহকে ‘টাইগার শাহ’ বলার পিছনে যুক্তিও দিয়েছেন চন্দ্রচূড়। তিনি বলেছেন, তাঁর সাহস ও লড়াইয়ের মনোভাবের জন্যই তিনি ‘টাইগার শাহ’।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এমআর শাহের শেষ দিনে আরও বলেন, “২০২২ সালের ৯ নভেম্বর, কলেজিয়ামে যোগ দেন বিচারপতি শাহ। সেদিনই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় আমাকে। কলেজিয়ামে তিনি আমার খুব কাছের সহকর্মী ছিলেন। তাঁর অনেক ব্যবহারিক জ্ঞান রয়েছে। যখন আমরা অল্প সময়ের মধ্যে প্রথম সাতটি নিয়োগ করেছিলাম সেই সময় তাঁর চমৎকার পরামর্শ আমাদের খুব সাহায্য করেছিল।” গুজরাট হাইকোর্টে সাক্ষাতের স্মৃতিও আওড়ান প্রধান বিচারপতি। এদিকে কর্মজীবনের শেষ দিনে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য বারকে ধন্যবাদ জানান শাহ। তিনি বলেন, “আমি আমার ইনিংসটা খুব ভাল খেলেছি। আমি সবসময় আমার বিবেককে অনুসরণ করেছি। আমি সবসময় ঈশ্বর ও কর্মে বিশ্বাস করি। আমি কখনও কিছু আশা করিনি… আমি সবসময় গীতা অনুসরণ করতাম।”