Manipur Violence: মণিপুরের অশান্তির পিছনে চিনের হাত! চাঞ্চল্যকর তত্ত্ব প্রাক্তন COAS নারাভানের

Manipur Violence: জেনারেল নারাভানে উল্লেখ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।

Manipur Violence: মণিপুরের অশান্তির পিছনে চিনের হাত! চাঞ্চল্যকর তত্ত্ব প্রাক্তন COAS নারাভানের
ফাইল ছবিImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 6:56 AM

নয়া দিল্লি: প্রায় তিন মাস হতে চলল অশান্ত মণিপুর। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বিভিন্ন ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা সত্ত্বেও অস্থিরতা কমেনি। মণিপুর ইস্যুতে কেন্দ্রে শাসক-বিরোধী সংঘাতও বেড়েই চলেছে। এরই মধ্যে সামনে এলে চাঞ্চল্যকর তত্ত্ব। মণিপুরের অশান্তির পিছনে হাত থাকতে পারে চিনের! এমনই ইঙ্গিত দিলেন প্রাক্তন চিফ অব আর্মি স্টাফ এমএম নারাভানে। বিভিন্ন বিদ্রোহীদের চিনের তরফে সাহায্য করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

গত মে মাস থেকে অশান্তি চলছে মণিপুরে। মৃত্যুও হয়েছে বহু মানুষের। সম্প্রতি দিল্লিতে জাতীয় সুরক্ষা সংক্রান্ত একটি আলোচনা চলাকালীন নারাভানে চিনের নাম না করে বলেন, “আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশে শুধু নয়, সীমান্তবর্তী রাজ্যে যদি অস্থিরতা থাকে, তাহলে সেটা জাতীয় সুরক্ষার জন্য মোটেই ভাল নয়।” একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।

চিন যে দিনের পর দিন বিক্ষুব্ধ গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে, সে কথা উল্লেখ করে প্রাক্তন সেনাকর্তা বলেন, চিন বহু বছর ধরে এই কাজ করে আসছে, আগামিদিনেও করবে। তাঁর কথায়, একটা রাজ্যের অশান্ত পরিস্থিতি পুরো দেশের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে। তাই চিনের ভূমিকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করেন তিনি।

প্রাক্তন সিওএএস জেনারেল নারাভানে আরও বলেন, এর পিছনে এমন কেউ থাকতে পারে, যে বা যারা চায় না শান্তি ফিরুক। এতে তাদের কোনও লাভ হচ্ছে বলেও অনুমান তাঁর। নারাভানে বলেন, সে কারণেই হয়ত রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সবরকম চেষ্টা সত্ত্বেও এখনও অশান্তি জারি রয়েছে।