রানওয়েতে ছুটছে এয়ার ইন্ডিয়ার বিমান, সোজা ধেয়ে আসল ইন্ডিগোর বিমান! এক সেকেন্ডের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরলেন শতাধিক যাত্রী
Air India-Indigo Flight: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একই রানওয়ের মধ্যে দুটি বিমান রয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি সেই সময় টেক অফ করছিল, সেই সময়ই ইন্ডিগোর বিমানটি অবতরণ করছিল। প্রায় মুখোমুখি চলে আসে ওই বিমান দুটি।
মুম্বই: মৃত্যুমুখ থেকে ফিরলেন শতাধিক যাত্রী। রানওয়েতে যখন ইন্ডিগোর বিমান অবতরণ করছে, সেই সময় একই রানওয়ে দিয়ে টেক অফের জন্য ছুটে এল এয়ার ইন্ডিয়ার বিমান। এক মুহূর্তও এদিক-ওদিক হলেই মুখোমুখি সংঘর্ষ হত দুই বিমানের। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ডিজিসিএ-র তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিউটিতে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারকেও বরখাস্ত করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একই রানওয়ের মধ্যে দুটি বিমান রয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি সেই সময় টেক অফ করছিল, সেই সময়ই ইন্ডিগোর বিমানটি অবতরণ করছিল। প্রায় মুখোমুখি চলে আসে ওই বিমান দুটি।
ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইন্দোর থেকে মুম্বইগামী ৬ই ৬০৫৩ বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ মেনেই চলছিল। ইন্দোর থেকে আসা বিমানটিকে মুম্বই বিমানবন্দরে অবতরণ করার ক্লিয়ারেন্স দেয় এটিসি। পাইলট সেই নির্দেশ মেনেই বিমান অবতরণ করান। ইন্ডিগোয় যাত্রী সুরক্ষাকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়। আমরা বিষয়টি রিপোর্ট করেছি।
অন্যদিকে, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তরফেও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে স্টাফ ইন্ডিগোর বিমানকে অবতরণের অনুমতি দিয়েছিলেন, তাকেও বরখাস্ত করা হয়েছে।