AIIMS: অস্ত্রোপচারের পরই শিশুকে দেওয়া হল ‘আরশোলার ডাল’! তদন্তের নির্দেশ AIIMS-র
AIIMS: অস্ত্রোপচারের পর দিল্লি এইমসে শিশুকে দেওয়া ডালে মৃত আরশোলা। তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
নয়া দিল্লি: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চার বছরের রোগীর খাবারে আরশোলা! ডালে আরশোলার ছবি একজন টুইটারে পোস্ট করতেই শুরু হয়ে যায় শোরগোল। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রের খাবার এই ধরনের গাফিলতির প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চার বছরের শিশুর অস্ত্রোপচার হয়েছিল দিল্লির এইমসে। তারপর হাসপাতালে ভর্তি থাকাকালীনই তাকে খাবার পরিবেশন করা হয়। তাকে পরিবেশিত ডালের মধ্যে আরশোলা পাওয়া যায়। এক টুইটার ব্যবহারকারী সাহিল জ়াইদি সেই ছবি টুইট করে লিখেছেন, ‘রাজধানীতে সবচেয়ে মর্যাদাপূর্ণ চিকিৎসা কেন্দ্রের এই করুণ অবস্থা। পেটের বড় অস্ত্রোপচারের পর প্রথম খাবার হিসেবে ৪ বছর বয়সী এক রোগীকে ‘আরশোলার ডাল’ পরিবেশন করা হয়েছে।’ তাঁর এই টুইটের পরেই হাসপাতালের আধিকারিকের তরফে জানানো হয়েছে, ‘হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে জানতে পেরেছে এবং এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।’
Pathetic and frightening state of affairs at the most prestigious Medical facility in National Capital- Serving „Cockroach Daal“ to a 4 year old as first meal post major stomach surgery @aiims_newdelhi Shocked beyond belief ? pic.twitter.com/FU2fu7LuxH
— sahil zaidi (@sahilzaidi3) November 13, 2022
এদিকে হিন্দুস্তান টাইমসকে নয়ডাবাসী শিশুর মা জানিয়েছেন,’অস্ত্রোপচারের পর ডাক্তাররা ওকে কিছুটা তরল খাবার দিতে বলেছিলেন। তাই আমি সেখানকার কর্মীদের এক বাটি ডাল দিতে বলেছিলেম। ওকে প্রথমবার ডাল দিতেই দেখি ডালের বাটিতে একটি মৃত আরশোলা। সঙ্গে সঙ্গে আমি ছেলেকে মুখ থেকে সেই ডাল ফেলে দিতে বলি।’ শিশুর মা আরও বলেছেন,’গত দু’ বছর ধরে আমাদের পাশে থাকার জন্য ডাক্তারদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এখানকার খাবারের নিরাপত্তা বড় চিন্তার বিষয়। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে গোটা বিষয়ে জানিয়েছি। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে তাঁরা কঠোর পদক্ষেপ করবেন।’