Bharatiya Nyaya Sanhita: শিব ঠাকুরের আপন দেশে নতুন কানুন কি সর্বনেশে?
ভারতবর্ষে ১ জুলাই থেকে চালু হয়েছে নতুন আইন। যা সত্যই সব্বনেশে কি না তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এনডিএ সরকারের আমলে দেশের 'ঔপনিবেশিক' তিনটি আইনের অবলুপ্তি ঘটেছে। পুরনো আইনি ব্যবস্থার সঙ্গে নতুন ব্যবস্থায় কী পরিবর্তন এল, কেন এই পরিবর্তন করা হল, কোন বিষয়গুলি বেশি গুরুত্ব পেল- এ সব নিয়েই টিভি৯ বাংলা ডিজিটালের এই বিশেষ প্রতিবেদন।

“শিব ঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছ্লে প’ড়ে প্যায়দা এসে পাক্ড়ে ধরে, কাজির কাছে হয় বিচার— একুশ টাকা দণ্ড তার।।” এই ছিল সুকুমার রায়ের ‘একুশে আইন’-এ। সেই ‘শিব ঠাকুরের দেশ’ ভারতবর্ষে ১ জুলাই থেকে চালু হয়েছে নতুন আইন। যা সত্যই সব্বনেশে কি না তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এনডিএ সরকারের আমলে দেশের ‘ঔপনিবেশিক’ তিনটি আইনের অবলুপ্তি ঘটেছে। যদিও স্বাধীনতার পর ব্রিটিশদের চালু করা সেই আইনি ব্যবস্থায় বিভিন্ন সময়ে অনেক বদল করা হয়েছিল। তবুও বহুকাল আগে রচিত আইনে ঔপনিবেশিকতার গন্ধ ছিল স্পষ্ট। এ নিয়ে বিভিন্ন সময় আলোচনাও হয়েছে বিভিন্ন মহলে। ঔপনিবেশিকতার গন্ধ পুরোপুরি মুছে সময়োপযোগী করতেই নতুন আইনের প্রবর্তন বলে দাবি বর্তমান সরকারের। সেই লক্ষ্যেই...





