Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mallikarjun Kharge: মল্লিকার্জুন খাড়্গে ও তাঁর স্ত্রীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, জবাব দিল বিজেপি

Mallikarjun Kharge: নির্বাচনের কয়েকদিন আগেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল কংগ্রেস। কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও তাঁর পরিবারকে খুনের ষড়যন্ত্র করছে বিজেপি।

Mallikarjun Kharge: মল্লিকার্জুন খাড়্গে ও তাঁর স্ত্রীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, জবাব দিল বিজেপি
মল্লিকার্জুন খাড়্গে (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 3:20 PM

বেঙ্গালুরু: বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক তথা কর্নাটক নির্বাচনের ইনচার্জ রণদীপ সূর্যেওয়ালা শনিবার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে। তিনি এ দিন বলেন, মল্লিকার্জুন খাড়্গে, তাঁর স্ত্রী এবং তাঁর গোটা পরিবারকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। কংগ্রেসের নেতার এই অভিযোগ খারিজ করেছে শাসক শিবির।

আগামী সপ্তাহেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে রাজনীতির পারদ চড়ছে হু হু করে। কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে কংগ্রেস-বিজেপি আক্রমণ পর্ব জারি ছিল। এবার নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগেই বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সভাপতিকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনল কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলন থেকে একটি অডিয়ো ক্লিপ চালান কংগ্রেস নেতা সূর্যেওয়ালা। সেই অডিয়ো ক্লিপে কালাবুরাগি জেলার চিত্তপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোড়কে বিরূপ করতে শোনা যায়। কন্নড়ে মণিকান্ত বলেন, তিনি “খাড়্গে, তাঁর স্ত্রী ও সন্তানদের মুছে দেবে।”

সাংবাদিক সম্মেলনে এই অডিয়ো ক্লিপ বাজিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান সূর্যেওয়ালা। তিনি বলেন, “নির্বাচনের আগে কংগ্রেসকে আশীর্বাদ করেছেন কর্নাটকবাসী। আসন্ন কর্নাটক নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে পারে, এই সম্ভাবনায় ভীত হয়ে বিজেপি নেতারা এখন মল্লিকার্জুন খাড়্গে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্র করছেন।” কংগ্রেস নেতা বলেন, হত্যার ষড়যন্ত্র কর্নাটকের নির্বাচনী আলোচনায় ঢুকে পড়েছে। রাঠোড়কে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের চোখের মণি বলেও দাবি করেন তিনি। শাসক শিবিরকে এক হাত নিয়ে তিনি বলেন, “আমি জানি, প্রধানমন্ত্রী এখন নিশ্চুপ থাকবেন। কোনও কিছু বলবে না কর্নাটক পুলিশ ও নির্বাচন কমিশন। তবে কর্নাটকের জনগণ চুপ থাকবে না। এর যোগ্য জবাব দেবেন তাঁরা।”

এদিকে রণদীপ সূর্যেওয়ালার এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে শাসক শিবির। রাঠোর বলেছেন, এই অডিয়ো ক্লিপ মিথ্যে। তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই অডিয়ো ক্লিপ বানানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেন, খাড়্গে বা তাঁর পরিবারের ক্ষতি করার কোনও উদ্দেশ্য তাঁর নেই এবং তিনি নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেছেন,”সবই মিথ্যে। তারা কিছু ভুয়া অডিও বাজাচ্ছে। পরাজয়ের ভয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে কংগ্রেস।” তবে এই ঘটনায় পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। এই বিষয়ে পূর্ণ তদন্ত হবে এবং আইন তার ব্যবস্থা নেবে।” প্রসঙ্গত, গত বছর ১৩ নভেম্বর চিত্তপুরের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্ক খাড়্গেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এই রাঠোরকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, প্রিয়াঙ্ক খাড়্গেকে গুলি করে খুন করতে প্রস্তুত তিনি।