Rahul Gandhi: যতই সাংসদ পদ খারিজ করুন, আদানি নিয়ে প্রশ্ন আমি করেই যাব; বিস্ফোরক রাহুল গান্ধী

Rahul Gandhi Attacks PM Modi-Gautam Adani: রাহুল গান্ধী বলেন, "সংসদে আমি সংবাদমাধ্যমের রিপোর্ট দেখিয়ে, বিস্তারিত প্রমাণ দেখিয়ে আদানি ও মোদীর সম্পর্ক নিয়ে বলেছিলাম। এই সম্পর্ক নতুন নয়। নরেন্দ্র মোদীজী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় থেকেই তাঁদের মধ্য়ে সম্পর্ক।

Rahul Gandhi: যতই সাংসদ পদ খারিজ করুন, আদানি নিয়ে প্রশ্ন আমি করেই যাব; বিস্ফোরক রাহুল গান্ধী
সাংবাদিক বৌঠকে রাহুল গান্ধী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2023 | 2:32 PM

নয়া দিল্লি: সাংসদ পদ হারানোর পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শনিবার বেলা ১টা নাগাদ সাংবাদিক বৈঠকে বসেই একের পর এক বিস্ফোরক দাবি করলেন রাহুল। তিনি বললেন, “সংসদে প্রধানমন্ত্রী মোদী ও গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার কারণেই আমার সাংসদ পদ খারিজ করা হয়েছে। রোজ গণতন্ত্রের উপর আঘাত করা হচ্ছে। প্রতিদিন আমরা এর নতুন নতুন উদাহরণ দেখতে পাচ্ছি।”

রাহুল গান্ধীর এ দিনের সাংবাদিক বৈঠক জুড়ে শুধুই ছিল আদানি ইস্যু (Adani Issue)। কংগ্রেস নেতা বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) সম্পর্ক এবং আদানির সেল সংস্থায় কীভাবে এবং কোথা থেকে ২০ হাজার কোটি টাকা এল, তা নিয়ে প্রশ্ন তোলেন। রাহুল গান্ধী আরও বলেন, “আমি সংসদে প্রধানমন্ত্রী মোদী ও আদানির সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন তুলেছিলাম। আমার সেই বক্তব্যকে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে আমি স্পিকারকেও দুইবার চিঠি লিখেছি, কিন্তু কোনও জবাব মেলেনি।”

রাহুল গান্ধী আরও বলেন, “সংসদে আমি সংবাদমাধ্যমের রিপোর্ট দেখিয়ে, বিস্তারিত প্রমাণ দেখিয়ে আদানি ও মোদীর সম্পর্ক নিয়ে বলেছিলাম। এই সম্পর্ক নতুন নয়। নরেন্দ্র মোদীজী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় থেকেই তাঁদের মধ্য়ে সম্পর্কের সূত্রপাত। জনগণের সামনে তার প্রমাণও রয়েছে। সংসদে আমি ছবি দেখিয়েছিলাম, বিমানে নিজের বন্ধুর সঙ্গে খুব আরাম করে বসেছিলেন মোদী। আমি তো সংসদে একটাই প্রশ্ন করেছিলাম, আদানিজীর শেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কোথা থেকে এল? এই টাকা আদানির নয়। এই টাকা অন্য কোথাও থেকে এসেছে। আমার প্রশ্ন এটাই, এই ২০ হাজার কোটি টাকা কোথা থেকে এল? গোটা নাটকটাই করা হচ্ছে প্রধানমন্ত্রীকে এই সাধারণ একটা প্রশ্ন থেকে বাঁচানোর জন্য।”

মোদী পদবি নিয়ে মন্তব্যের মামলায় আদালতের তরফে যে সাজা দেওয়া হয়েছে, সে সম্পর্কেও এদিন মুখ খোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, “বিজেপি বলছে, আমি মোদী পদবি নিয়ে মন্তব্য করে ওবিসি সম্প্রদায়কে অপমান করেছি। দুই মাস আগে ভারত জোড়ো যাত্রার সব বক্তব্য শুনুন, আমি বলেছি সব সমাজ এক। সবাইকে একসঙ্গে চলতে হবে। হিংসা ও ঘৃণা থাকা উচিত নয়। আমি সৌভাতৃত্বের কথা বলেছি। এতেই আমার অবস্থান স্পষ্ট। বোঝা যাচ্ছে, আসলে এটা ওবিসি ইস্যু নয়। নরেন্দ্র মোদী ও আদানির সম্পর্কের মামলা। ২০ হাজার কোটি টাকা আদানি কোথা থেকে পেয়েছেন জানা নেই। সেই নিয়ে আমি প্রশ্ন করছি। বিজেপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কখনও ওবিসিদের অপমান, কখনও আমার বিদেশ থেকে সাহায্য নেওয়া, আবার কখনও সদস্যপদ খারিজের কথা বলবে। তবে আমার প্রশ্ন একটাই থাকবে, ২০ হাজার কোটি টাকা কার ছিল? সেটা আদানির টাকা হতে পারে না।”

রাহুল গান্ধী সব শেষে বলেন, “আমি কাউকে ভয় পাই না। মামলা, শাস্তি, সাংসদ পদ খারিজ-যাই-ই করুক না কেন, আমি ভয় পাব না। এই দেশ আমায় সব দিয়েছে, দেশের মানুষের কাছ থেকে ভালবাসা, সম্মান পেয়েছি, তাই দেশের জন্য আমি সব করব।”