Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রায় অন্য মেজাজে, নাচলেন রাহুল, দেখে নিন ভিডিয়ো

Congress: এদিন নিজের নাচের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন রাহুল গান্ধী। ভিডিয়োতে দেখা গিয়েছে কোয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের হাত ধরে তাল মিলিয়ে নাচ করছেন কংগ্রেস সাংসদ।

Rahul Gandhi: ভারত জোড়ো যাত্রায় অন্য মেজাজে, নাচলেন রাহুল, দেখে নিন ভিডিয়ো
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 4:34 PM

নয়া দিল্লি: হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই সেপ্টেম্বর মাস থেকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে শুরু হয়ে দীর্ষ ৩ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর কাশ্মীরে শেষ হবে এই যাত্রা। দীর্ঘ এই পদযাত্রায় বিভিন্ন মেজাজে ধরা দিয়েছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ। অনলাইন মাধ্যমে প্রকাশিত এক ভিডিয়োতে আবারও অন্য রূপে দেখা গেল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে (Congress President)। তেলঙ্গানাতে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। চলতি সপ্তাহেই এই দক্ষিণী রাজ্যে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।

এদিন নিজের নাচের ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন রাহুল গান্ধী। ভিডিয়োতে দেখা গিয়েছে কোয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের হাত ধরে তাল মিলিয়ে নাচ করছেন কংগ্রেস সাংসদ। ঢোলের তালে রাহুল যে নাচে অংশগ্রহণ করেছেন, তা কোম্মু নাচ হিসেবেই পরিচিত। নাচতে নাচতে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় কংগ্রেস সাংসদকে। এমনকী রাহুলের মাথায় আদিবাসী শিরস্ত্রান ছিল।

নাচের ভিডিয়ো টুইটারে শেয়ার করে রাহুল লেখেন, “আদিবাসীরা আমাদের দেশের সংস্কৃতি ও বৈচিত্র্যের প্রতীক। কোম্মু কোয়া নৃত্যশিল্পীদের সঙ্গে তাল তাল মিলিয়ে নাচ করলাম। তাদের এই সংস্কৃতিকে আমাদের সংরক্ষণ করে রাখা উচিত।” এর আগের ভিডিয়োতে রাহুলকে ঢোল বাজাতেও দেখা গিয়েছে।

শনিবার তেলঙ্গানাতে কংগ্রেসের এই যাত্রার চতুর্থ দিন। রাহুল গান্ধী ও কংগ্রেস কর্মী সমর্থকরা তেলঙ্গানার ২০ কিলোমিটার পথ অতিক্রম করবে। সন্ধে বেলা জাদচরলা এক্স রোড জংশনে একটি পথসভায় বক্তব্য রাখবেন কংগ্রেস সাংসদ। এই যাত্রায় কংগ্রেসের কর্মী সমর্থকরাও ছাড়াও অভিনেতা পুনম কৌর এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন।