The Kerala Story: ‘এটা আমাদের কেরলের স্টোরি নয়’, ছবি মুক্তির আগেই সরব শশীরা
The Kerala Story: ইতিমধ্যেই ছবিটির ট্রেলার সামনে এসেছে। তারপর থেকেই তা নিয়ে বেড়েছে বিতর্ক। জোর শোরগোল কেরল-সহ গোটা দেশের রাজনৈতিক মহলেও।

নয়া দিল্লি: সাম্প্রতিককালে ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল দেশে। প্রশ্ন উঠেছিল বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত এই সিনেমা নিয়ে। এবার বিতর্কে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরল স্টোরি’ (The Kerala Story)। আগামী ৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘লাভ জিহাদের’ উপর নির্মিত ছবিটি। যদিও ইতিমধ্যেই ছবিটি ব্যান করার দাবি করেছে কংগ্রেস। কিন্তু কেন? কংগ্রেসের (Congress) দাবি, ছবিটিতে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর সাফ দাবি, কেরলের ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই ‘প্রোপাগান্ডা’ ছবি তৈরি করা হয়েছে।
এদিকে ইতিমধ্যেই ছবিটির ট্রেলার সামনে এসেছে। তারপর থেকেই তা নিয়ে বেড়েছে বিতর্ক। জোর শোরগোল কেরল-সহ গোটা দেশের রাজনৈতিক মহলেও। অভিযোগ, ছবির ট্রেলারে দেখানো হয়েছে কেরলের ৩২ হাজারের বেশি মহিলার ধর্মান্তর করা হয়েছে। তারপর তাঁদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইএসের জঙ্গি প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয়েছে। একইসঙ্গে কেরলকে সন্ত্রাসীদের ‘সেফ হেভেন’ বলেও দেখানেও হয়েছে ছবিতে। দ্য কেরল স্টোরি নিয়ে একটি টুইট করে এদিন কংগ্রেস (Congress) নেতা তথা তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর (Shashi Tharoor) লিখেছেন, “এটা আপনাদের কেরল স্টোরি, আমাদের কেরলের স্টোরি নয়।”
এই টুইটের সঙ্গেই ছবিটির একটি পোস্টারও জুড়ে দিয়েছেন তিনি। যা নিয়ে ফের বেড়েছে বিতর্ক। ছবিটির মুক্তি রোধে জোরালো সওয়াল করেছেন কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সথীশন। তাঁর সাফ দাবি, ‘ছবিতে ভুল তথ্য় পরিবেশ করা হয়েছে। ৩২ হাজার মহিলার ধর্মান্তরণ করে তাঁদের ইসলামিক রাষ্ট্রগুলিতে পাঠানোর যে তথ্য এখানে বলা হয়েছে তা সম্পূর্ণভাবে ভুল। ছবিটির ট্রেলারেই দেখা যাচ্ছে ছবিটি আদপে কী বলতে চাইছে।’





