Coromandel Express Accident: কীভাবে একলাইনে ৩ ট্রেন? কীভাবে হল দুর্ঘটনা? করমণ্ডল-বিপর্যয়ে কয়েকটি প্রশ্নে জটিল ধাঁধাঁ

Coromandel Express Accident: উত্তরের খোঁজ চলছে। তদন্ত করছে উচ্চ পর্যায়ের কমিটি। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীও পরিদর্শন করবেন। রেলের কর্তারাই আশা করছেন, নিশ্চিতভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনার প্রাথমিক কারণ স্পষ্ট করবেন তদন্তকারীরা।

Coromandel Express Accident: কীভাবে একলাইনে ৩ ট্রেন? কীভাবে হল দুর্ঘটনা? করমণ্ডল-বিপর্যয়ে কয়েকটি প্রশ্নে জটিল ধাঁধাঁ
ড্রোন থেকে তোলা দৃশ্য
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 2:35 PM

বালেশ্বর: করমণ্ডল বিপর্যয়। কীভাবে একলাইনে ৩ ট্রেন? কীভাবে হল দুর্ঘটনা? কীভাবে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস? যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতির মাশুল, উঠছে প্রশ্ন। রেলের তরফ থেকে স্পষ্ট করে এখনও কারণ কিছু বলা হয়নি। রেলের একটি সূত্র মনে করছে, শালিমার থেকে ছেড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, সেটিই বেলাইন হয়। সেটি পাশের লাইনে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। তখন মাঝখান থেকে যশবন্তপুরের দিগ থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস। সেটি আবার আড়াআড়িভাবে থাকা করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলোকে ধাক্কা মারে। হামসফর এক্সপ্রেসের ২ টি বগি লাইনচ্যুত হয়। করমণ্ডল এক্সপ্রেসের ২০ টি বগি লাইনচ্যুত হয়।

তবে এই দুর্ঘটনা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে। প্রশ্ন১. কীভাবে মালগাড়ির ইঞ্জিনকে ধাক্কা করমণ্ডলের?

প্রশ্ন২. মালগাড়ি দাঁড়িয়েছিল লুপ লাইনে, সিগন্যালের ত্রুটি জেরেই কি দুর্ঘটনা?

প্রশ্ন ৩. লুপলাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর করমণ্ডল উঠল কীভাবে?

প্রশ্ন৪. লুপলাইনের পাশের রাস্তায় কীভাবে ছিটকে এল বগি?

প্রশ্ন ৫. করমণ্ডল ও মালগাড়ি কি একলাইনে ছিল?

প্রশ্ন ৬. হামসফর এক্সপ্রেস করমণ্ডলকে ধাক্কা মারলে, হামসফরের এত কম ক্ষতি কীভাবে?

প্রশ্ন ৭. লাইনেই ছিল গলদ নাকি যান্ত্রিক ত্রুটি?

প্রশ্ন ৮. কেন ওয়াকিটকিতে খবর দিলেন না গার্ড? খবর পেলেও আদৌ করমণ্ডলকে থামাতে পারতেন লোকো পাইলট?

উত্তরের খোঁজ চলছে। তদন্ত করছে উচ্চ পর্যায়ের কমিটি। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীও পরিদর্শন করবেন। রেলের কর্তারাই আশা করছেন, নিশ্চিতভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দুর্ঘটনার প্রাথমিক কারণ স্পষ্ট করবেন তদন্তকারীরা।