Corona Daily Update : ছোট্ট লাফ করোনার, ছাড়াল ২০ হাজারের গণ্ডি, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৫
Corona Daily Update : ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন।
নয়া দিল্লি : ফের বাড়ছে করোনার প্রকোপ। বেশ কিছুদিন করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম থাকলেও ফের দাঁত, নখ বের করছে করোনা ভাইরাস। গতকাল ২০ হাজারের গণ্ডি পেরিয়েছিল দেশে করোনা আক্রান্তের সংখ্য়া। এদিনও কিছুটা বাড়ল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫৬৬ জন। আগেরদিন আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫৫৭। এদিন প্রায় ১ হাজারের লাফ করোনা ভাইরাসের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৫ জন। গতকাল মৃতের সংখ্যা ছিল ৪০। এদিকে গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি :
ফের ঊধ্বমুখী করোনা সংক্রমণ। এদিন করোনার গ্রাফ ২১ হাজারে বিরাজ করছে। সংক্রমণের নিরিখে এদিন শীর্ষে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৭ জন। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। শুধু সংক্রমণের নিরিখেই নয়, মৃতের সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে সেই কেরলই। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৭ জন। এরপর রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭ জন। আর পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬ জন।
বাংলার করোনা পরিস্থিতি :
রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ হাজার ৪৫৫ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬ জন। রাজ্য়ে বর্তমানে পজ়িটিভিটি রেট রয়েছে ১৫.৩৭ শতাংশ। এদিন রাজ্যে ১৫ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।