Corona Daily Update : ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই বাংলা
Corona Daily Update : দেশে ফের লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করানোয় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন।
নয়া দিল্লি : ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গত তিনদিন পরপর ২০ হাজারের নীচে ছিল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। তবে ফের উদ্বেগ বাড়িয়ে চওড়া হচ্ছে করোনার থাবা। গতকালের আক্রান্তের সংখ্যায় যতটা স্বস্তি মিলেছিল তা ফিকে হয়ে গেল এদিনের আক্রান্তের পরিসংখ্যানে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৫ হাজার ৫২৮। একদিনের ব্য়বধানে ২০ হাজারের মাত্রা ছাড়াল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে ৩২ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বেড়েছে মৃতের সংখ্য়াও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪০ জন। গতকাল করোনা ভাইরাস ২৫ জনের প্রাণ কেড়েছিল।
বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি :
ফের দেশে বাড়ল আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্য়া মাঝে কমলেও ফের দাঁত-নখ বের করছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ২ হাজার ২৭৯ জনের দেহে করোনার হদিশ মিলেছে। সংক্রমিতের সংখ্যার নিরিখে শীর্ষে উঠে এসেছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৪৩ জন। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে তামিলনাড়ু। কেরলেও ১ হাজার ৮৫৭ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। যার মধ্যে ১১ জনই কেরলের বাসিন্দা। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ৬ জন।
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি :
সোমবার ২ হাজারের নীচে নেমে গিয়েছিল বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা। তবে ফের ২ হাজারের গণ্ডি পেরোল বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ১ হাজার ৪৪৯। সংক্রমিতের সংখ্য়ার নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬ জন। সংক্রমণের নিরিখে তালিকায় প্রথমদিকে রয়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। উত্তর ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। আর উত্তর ২৪ পরগনায় ৪৪৬ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে।