CORONA UPDATE: দেশে বাড়ছে সুস্থতার হার, করোনা টিকার আশায় বিদেশমুখী বহু ভারতীয়
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার জন। বর্তমানে দেশে সক্রিয় রোগী (Active Case)-র সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৬৪৪।
TV9 বাংলা ডিজিটাল: ভ্যাকসিন (Vaccine) প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছানোর সুখবরের পাশাপাশি সুস্থতার হারেও (Recovery Rate) আশার আলো দেখছে ভারত (India)। সংক্রমণ শুরুর দিকের তুলনায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। তবে প্রতিদিনের সংক্রমণের হারের মাত্রায় ওঠানামা লেগেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৬,৬০৪ জন করোনা আক্রান্ত (Covid-19 positive) হয়েছেন, যা মঙ্গলবারের তুলনায় ১৭ শতাংশ বেশি। সংক্রমণের কারণে গত একদিনে মৃত্যু হয়েছে ৫০১ জনের।
দেশে আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় যেখানে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজারের বেশি, সেখানেই একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ হাজার জন। বর্তমানে দেশে সক্রিয় রোগী (Active Case)-র সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৬৪৪। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লাখের গণ্ডি পার করেছে, মোট মৃতের সংখ্যা বর্তমানে ১ লাখ ৩৮ হাজার ১২২। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮৯ লাখ ৩২ হাজার মানুষ।
বিশ্বের তালিকায় আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত, প্রথম স্থানে আমেরিকা (America)। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। তবে দেশের সুস্থতার হার আমেরিকা (America) বা ইউরোপ (Europe)-র তুলনায় অনেকটাই বেশি। এখনও অবধি ৮৯ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন, যা বিশ্বে সর্বাধিক।
আরও পড়ুন: ডিসেম্বরেও উত্তাপ বাড়ছে দিল্লিতে, কৃষক আন্দোলন নিয়ে আজই মুখোমুখি অমিত শাহ-অমরিন্দর
রাজ্যের নিরিখে সংক্রমণের কারণে সর্বাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্র (Maharasthra)-তেই, সেখানে ৪৭ হাজার ৩৫৭ জন বলি হয়েছেন করোনার কোপে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক (Karnataka) ও তৃতীয় স্থানে তামিলনাড়ু (Tamil Nadu)। নয় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হওয়ায় রাজধানী দিল্লি (Delhi) রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে আমাদের রাজ্য (West Bengal), এখানে মোট ৮ হাজার ৫২৭ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটেন (Britain)-এ করোনা ভ্যাকসিন (Covid-19 Vaccine) ছাড়পত্র পেতেই টিকা পাওয়ার লোভে সে দেশে যেতে চাইছেন বহু ভারতীয়, এমনটাই জানিয়েছে বহু ট্রাভেল এজেন্সি (Travel Agency)। ইতিমধ্যেই একটি ভ্রমণ সংস্থা ব্রিটেনের তিনদিনের প্যাকেজও তৈরি করেছে, সেই প্যাকেজের চাহিদাও তুঙ্গে। বিমানের ভাড়া, হোটেল খরচ নিয়েও খোঁজ-খবর করছেন অনেকে। তবে যেকোনও দেশে গেলেই কোয়ারান্টিন (Quarantine)-র নিয়ম বাধ্যতামূলক, তাই ঝটিকা সফরে ভ্যাকসিন নেওয়ার স্বপ্ন অধরাই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ভারতের রাফাল নাকি পাকিস্তানের এফ ১৬, রণভূমিতে এগিয়ে কে? পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ