Covid19: কোভিডের বুস্টার ডোজ় কি এখনই নেওয়া দরকার, কী বলছেন চিকিৎসকরা
Covid 19: টিভিনাইন ভারতবর্ষকে চিকিৎসক কমলজিৎ সিং জানান, কোভিডের কিছু কেস সবসময়ই সামনে আসবে। একটাও কোভিড কেস আসেনি, এমন হওয়ার সম্ভাবনা নেই। টেস্ট হলে, সংক্রমণও ধরা পড়বে। তবে এটাও ঠিক যে কোভিডের মারণ ক্ষমতা এখন হ্রাস পেয়েছে।
নয়া দিল্লি: আবারও কোভিডের মাথাচাড়া দেশে। কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা বাড়ছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই দেশে একজনের শরীরে JN.1 সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। কেরলের বাসিন্দা তিনি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সাব ভ্যারিয়েন্টের উপর নজর রাখতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হল, যাঁরা কোভিডের টিকা নিয়েছেন, তাঁদের জন্য কি নতুন কোনও টিকা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে?
প্রিকশন ডোজ় নেওয়া কি দরকার? চিকিৎসকদের একাংশের পরামর্শ, ৬০ বছর বয়সের উপরে যাঁরা, যাঁদের কোমর্বিডিটি আছে তাঁরা প্রিকশন ডোজ় নিতে পারেন। ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্রনিক কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লিভারের রোগ রয়েছে যাঁদের, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
গত ৬ মাসে কোভিড ভ্যাকসিনেশনের সংখ্যা অনেকটাই কমেছে দেশে। যেহেতু কোভিড একেবারেই থিতিয়ে গিয়েছিল, অনেকেই মনে করছিলেন টিকাকরণের আর প্রয়োজন নেই। টিভিনাইন ভারতবর্ষকে চিকিৎসক কমলজিৎ সিং জানান, কোভিডের কিছু কেস সবসময়ই সামনে আসবে। একটাও কোভিড কেস আসেনি, এমন হওয়ার সম্ভাবনা নেই। টেস্ট হলে, সংক্রমণও ধরা পড়বে। তবে এটাও ঠিক যে কোভিডের মারণ ক্ষমতা এখন হ্রাস পেয়েছে।
এই ভাইরাস রয়েছে ঠিক, তবে তার ক্ষমতা কমেছে। তবু বুস্টার ডোজ় নেওয়ার ক্ষেত্রে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। কারণ, নিজেদের শরীরের প্রতিরোধ ক্ষমতা নিয়ে সবথেকে ভাল নিজেরাই ওয়াকিবহাল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কমজোর, তাঁদের অবশ্যই টিকাকরণের উপর বিশেষ নজর দেওয়া দরকার। তবে আপাতত প্রথম এবং প্রধান কাজ হল কোভিডের গ্রাফে নজর রাখা। কতটা কোভিড বাড়ছে এবং তার লক্ষণ কিংবা স্বরূপ কী তা জানা দরকার।
চিকিৎসক কমলজিৎ সিং বলেন, সাধারণ মানুষকে কোভিড নিয়ে সতর্ক হতে হবে। কারণ, বহু দেশে কোভিড নতুন করে দেখা যাচ্ছে। সঙ্গে অন্যান্য সমস্যাও বাড়ছে। ভারতে শীতকালে ইনফ্লুয়েজ্ঞা, নিউমোনিয়ার আধিক্য দেখা যায়। এরমধ্যে আবার কোভিডও বাড়ছে। তাই সকলের উচিত সচেতন থাকা। হ্যান্ড হাইজিনের পাশাপাশি ভিড়ে মাস্ককে সঙ্গী করা যেতেই পারে।