হাসপাতালের গেট পেরতেই অ্যাম্বুলেন্স থেকে ছিটকে পড়ল করোনা রোগীর মৃতদেহ!

অটল বিহারী বাজপেয়ী হাসপাতাল থেকে করোনা রোগীদের মৃতদেহ নিয়ে বের হয়ে গেট পার করতেই অ্যাম্বুলেন্সের এক ধারের গেট খুলে ছিটকে পড়ে মৃতদেহ। দেখেই ছুটে আসেন আশেপাশের লোকজনেরা।

হাসপাতালের গেট পেরতেই অ্যাম্বুলেন্স থেকে ছিটকে পড়ল করোনা রোগীর মৃতদেহ!
রাস্তায় পড়ে রয়েছে করোনা রোগীর মৃতদেহ।
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 8:02 AM

ভোপাল: করোনা চিকিৎসা নিয়ে গাফিলতির অভিযোগ ছিল আগেই, এ বার সংক্রমণে মৃত রোগীদের সৎকার নিয়েও উঠল প্রশ্ন। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বের হতেই রাস্তায় ছিটকে পড়ল এক রোগীর মৃতদেহ। আর তাতেই শোরগোল পড়ে যায় হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের বিদিশায়।

শুক্রবার মধ্যপ্রদেশের অটল বিহারী বাজপেয়ী হাসপাতাল থেকে করোনা রোগীদের মৃতদেহ নিয়ে বের হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। হাসপাতালের গেট থেকে বের হয়েই মোড়ে ঘুরতেই রাস্তায় ছিটকে পড়ে একটি মৃতদেহ। করোনা রোগীদের পরিজনেরা ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। এরপরই হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত জনতা।

নিয়ম অনুযায়ী, করোনা সংক্রমণে মৃতদের দেহ সৎকারের দায়িত্ব থাকে পুরসভার। বর্তমানে পরিবারের দুই সদস্যকেও সেই অনুমতি দেওয়া হয়েছে। তবে হাসপাতালের বাইরে উপস্থিত রোগী পরিবারের অভিযোগ, সঠিক সময়ে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না। অনেক সময় তো রোগীর মৃত্যুর কথাও জানানো হচ্ছে না পরিবার। এ দিনও ঘটনার সময় ওই অ্যাম্বুলেন্সের ভিতরে কতগুলি মৃতদেহ ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে ঘটনাস্থানে উপস্থিত লোকজনেরা।

রোগীদের পরিবারের আরও অভিযোগ, রোগীদের সঙ্গে দেখা করতে দেওয়া তো দূরের কথা, তাঁরা কেমন আছেন, সে বিষয়েও কিছু জানানো হচ্ছে না। হাসপাতালের ল্যান্ডলাইন বা হেল্পলাইন নম্বরে ফোন করলেও কেউ ফোন ধরছেন না। এক ব্যক্তি জানান, হাসপাতালের তরফে তাঁকে জানানো হয়েছে যে তাঁর আত্মীয়ের মৃত্যু হয়েছে। কিন্তু কবে মৃত্যু হয়েছে বা কখন মৃতদেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে, সে বিষয়ে কিছুই জানানো হচ্ছে না।

আরও পড়ুন: করোনা আক্রান্ত প্রায় ১ লাখ রেলকর্মী, যাত্রী পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ