দিল্লিতে যেন ‘যুদ্ধ-পরিস্থিতি’! কোভিডের সঙ্গে লড়াইয়ে ময়দানে ‘বাহিনী’
TV9 বাংলা ডিজিটাল: রাজধানীতে এখন একেবারে যুদ্ধ-পরিস্থিতি! এ যুদ্ধ অতিমারির সঙ্গে মানুষের। একদিন থেকে আরেক দিন, দিল্লি (Delhi)-তে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে সংক্রমণের ছবিটা। কোভিড (COVID-19)-এর তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশের রাজধানীতে। বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সিএপিএফ’র ৪৫ জন চিকিৎসক ও ১৬০ জন চিকিৎসা কর্মী দিল্লি পৌঁছেছেন। এই সপ্তাহান্তের মধ্যেই আরও ৩০ জন চিকিৎসক […]
TV9 বাংলা ডিজিটাল: রাজধানীতে এখন একেবারে যুদ্ধ-পরিস্থিতি! এ যুদ্ধ অতিমারির সঙ্গে মানুষের। একদিন থেকে আরেক দিন, দিল্লি (Delhi)-তে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে সংক্রমণের ছবিটা। কোভিড (COVID-19)-এর তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশের রাজধানীতে। বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সিএপিএফ’র ৪৫ জন চিকিৎসক ও ১৬০ জন চিকিৎসা কর্মী দিল্লি পৌঁছেছেন। এই সপ্তাহান্তের মধ্যেই আরও ৩০ জন চিকিৎসক ও ৯০ জন চিকিৎসাকর্মী পৌঁছে যাবেন। এগিয়ে আসছে ভারতীয় রেলও। তারা ৮০০ শয্যা বিশিষ্ট বিশেষ কোচ দিচ্ছে বলে খবর।
In another step taken after meeting held by Union Home Minister @AmitShah on Nov 15 on Delhi COVID, already 45 doctors & 160 para-medics from CAPFs have reached Delhi for deployment at DRDO hospital near Delhi airport and at COVID care centre at Chhatarpur.
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) November 18, 2020
Indian Railways making available train coaches with 800 beds at Shakur Basti railway station. Doctors & para-medics from CAPFs to man these coaches as COVID care cum isolation facility, following meeting chaired by Union Home Minister @AmitShah on Nov 15@PIB_India
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) November 18, 2020
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ডিআরডিও (DRDO) হাসপাতাল ও ছাতারপুরের কোভিড হাসপাতালে পরিষেবা দিতে আরও চিকিৎসক দিল্লিতে পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই বেঙ্গালুরু (Bengaluru) থেকে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ২৫০টি ভেন্টিলেটার পাঠাচ্ছে। আসছে কিছু 35 Bipap মেশিন, এয়ার প্রেসার মেশিনও। ডিআরডিও হাসপাতালে এই যন্ত্রগুলি ব্যবহার করা হবে। আরও ৭৫০টি আইসিইউ কোভিড শয্যা সেখানে বাড়ানো হয়েছে।
কেন্দ্রের পরিকল্পনা রয়েছে, রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলিতে আইসিইউ বেডের সংখ্যা দ্বিগুণের বেশি বাড়ানোর। একে কোভিড পরিস্থিতি। তার উপর আবার শীতকাল, দূষণ। ত্রিফলায় বিদ্ধ হতে চলেছে দিল্লি। ইতিমধ্যেই কোভিড টেস্ট যেমন বাড়ানো হয়েছে, একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। একদিনে ২০ হাজারের বেশি পরীক্ষায় প্রায় সাড়ে ৬ হাজার পজিটিভ কেস ধরা পড়েছে।
আরও পড়ুন: ক্যাম্পাসে গরুর মাংস নিষিদ্ধ করতে ভোটাভুটি অক্সফোর্ডে
দিল্লিকে রক্ষা করতে কেন্দ্রও সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। পরীক্ষা বাড়ানো থেকে ল্যাবের সংখ্যা বৃদ্ধি, আইসিএমআর-এর নির্দেশ মেনে নেওয়া হচ্ছে যাবতীয় ব্যবস্থা।