Badrinath: বদ্রীনাথ কি নতুন জোশীমঠ? হাইওয়েতে ফাটল ধরতেই আশঙ্কায় চারধাম যাত্রাও
বদ্রীনাথের কাছে পাহাড়ি শহর রবিগ্রামের জিরো মোড়ের কাছে একটি অংশ সম্পূর্ণ তলিয়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
চামোলি: জোশীমঠে একাধিক বাড়ি, রাস্তায় ফাটল ধস নামার স্মৃতি এখনও ম্লান হয়নি। এর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াল বদ্রীনাথে। চারধাম যাত্রার প্রাক্কালে বদ্রীনাথ হাইওয়েতে একাধিক ফাটল দেখা দিয়েছে। সোমবার নতুন করে আরও ১০ জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। যা নতুন করে উত্তরাখণ্ড সরকারের উদ্বেগ বাড়িয়েছে।
উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, বদ্রীনাথ হাইওয়ের বেশ কিছু জায়গায় আগেই ফাটল দেখা দিয়েছিল। এবার জোশীমঠের কাছে আরও ১০টি জায়গায় নতুন করে ফাটল দেখা দিয়েছে। জোশীমঠ এবং মাড়োয়ারির মধ্যে ১০ কিলোমিটার জায়গাজুড়ে এই ফাটলগুলি রয়েছে। পাশাপাশি পুরোনো ফাটলগুলি আরও চওড়া রয়েছে। শুধু ফাটল চওড়া হওয়া নয়, রবিবার বদ্রীনাথের কাছে পাহাড়ি শহর রবিগ্রামের জিরো মোড়ের কাছে একটি অংশ সম্পূর্ণ তলিয়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
হাইওয়েতে নতুন করে ফাটল ধরার কথা স্বীকার করে নিয়েছেন চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা। তবে এবিষয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে বার্তা দিয়ে তিনি বলেন, গোটা বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ফাটলগুলি পরীক্ষা করে দেখছেন। তবে যে সমস্ত এলাকায় ফাটলগুলি চওড়া হয়েছে, সেই সমস্ত এলাকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তিরত করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আগামী এপ্রিলেই চারধার যাত্রা শুরু হচ্ছে। বদ্রীনাথ হাইওয়ে দিয়েই তীর্থযাত্রীরা চারধাম যাত্রা করেন। ফলে চারধাম যাত্রার আগে হাইওয়ে ফাটল দেখা দেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। যদিও তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা জন্য সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের পর্যটন সচিব শচীন কুর্ভে।
প্রসঙ্গত, গত মাসে প্রথম জোশীমঠ এলাকায় ধস নামে এবং একাধির বাড়ি, রাস্তায় ফাটল দেখা দেয়। শতাধিক বাড়িতে এমনভাবে ফাটল ধরে যে, সেগুলি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। প্রশাসনের তরফে একাধিক ত্রাণশিবির খুলে ওই সমস্ত বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর গত মাসেও জোশীমঠের একাধিক বাড়িতে নতুন করে ফাটল দেখা দিয়েছে। আগামী দিনে জোশীমঠ তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।