Pro Pakistan Slogan: পাকিস্তানপন্থী স্লোগানের প্রতিবাদ, কাশ্মীরি যুবতিকে প্রাণনাশের হুমকি

Death Threat to Kashmiri Medical Student: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ কিছু ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যাতে দেখা যাচ্ছে, পড়ুয়ারা এবং অন্য়ান্য বিভিন্ন আপত্তিকর স্লোগান দিচ্ছে এবং সেদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপন করছে

Pro Pakistan Slogan: পাকিস্তানপন্থী স্লোগানের প্রতিবাদ, কাশ্মীরি যুবতিকে প্রাণনাশের হুমকি
কাশ্মীরে কড়া প্রহরায় নিরাপত্তারক্ষী বাহিনী। ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 10:07 AM

শ্রীনগর : ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পরে কলেজে পাকিস্তানপন্থী স্লোগান (Pro Pakistan Slogan) উঠেছিল। আর সেই স্লোগানের প্রতিবাদ করেছিলেন শ্রীনগরের ডাক্তারি পড়ুয়া। অভিযোগ, তার পর থেকেই ওই হবু চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের সৌরায় এমবিবিএস পড়ছেন অনন্যা জামাল। কাশ্মীরেরই বাসিন্দা ওই যুবতী। ভারত – পাকিস্তান ম্য়াচের শেষে পাকিস্তানপন্থী স্লোগান উঠেছিল তাঁর কলেজে। সম্প্রতি আবদুল্লা গাজ়ি নামে এক ব্যক্তির টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়, এই অনন্যা জামালই হল সেই মহিলা যে পুলিশকে খবর দিয়েছিল। পুলিশের কাছে সে-ই অভিযোগ দায়ের করেছিল। আর সেই কারণেই ওই মেডিকেল কলেজের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে (UAPA)মামলা করা হয়েছে। আর এই পোস্টের পর থেকেই নাকি ওই যুবতির কাছে প্রাণনাশের হুমকি চিঠি আসছে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ কিছু ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যাতে দেখা যাচ্ছে, পড়ুয়ারা এবং অন্য়ান্য বিভিন্ন আপত্তিকর স্লোগান দিচ্ছে এবং সেদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপন করছে। উল্লেখ্য, আবদুল্লা গাজি নামে ওই ব্যক্তির টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে অনন্যা জামাল নামে ওই পড়ুয়া আসলে আরএসএসের সদস্য। সে একজন বহিরাগত ডোগরা, যে এখন এই কলেজ থেকে ডাক্তারি পড়ছে। আরএসএস কর্মীরা স্থানীয় কাশ্মীরী পড়ুয়াদের জেলে পাঠানো এবং এনকাউন্টার করার হুমকিও দিচ্ছিল বলে টুইটে লিখেছে আবদুল্লা গাজ়ি।

ভারত পাকিস্তান ক্রিকেট প্রত্যেকবার আলাদা মাত্রা এনে দেয়। ক্রীড়াপ্রেমীরা তো বটেই, রাজনীতিকদের কাছেও জোর চর্চার বিষয় হয়ে ওঠে বাইশ গজের এই লড়াই। আর রবিবার ভারতের হারের পর সেই চর্চা আরও বেড়েছে। সম্প্রতি পাকিস্তানের জয়ের পর কাশ্মীরীদের একাংশকে আনন্দোচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছিল। আর সেই নিয়েই সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপির নেত্রী মেহবুবা মুফতি কাশ্মীরীদের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন, “পাকিস্তানের জয়ে কাশ্মীরীরা যদি উচ্ছ্বসিত হয়ে থাকে, তাতে এত রাগ কেন? কেউ কেউ তো খুনের স্লোগানও তোলে। যেমন, দেশ কি গদ্দারো কো গোলি মারো…”

আর মেহবুবা মুফতির এই টুইটের পরেই তাঁকে পাল্টা আক্রমণ শানিয়েছেন হরিয়ানার বিজেপি নেতা অনিল ভিজ। তাঁর বক্তব্য, মেহবুবা মুফতির ডিএনএতে সমস্যা রয়েছে। তাঁকে প্রমাণ করতে হবে তিনি কতটা ভারতীয়।”

তার কিছুক্ষণ আগেই অনিল ভিজ় টুইট করেছিলেন, “পাকিস্তান জিতলে যখন ভারতে কেউ আতসবাজি ফাটায়, তাদের ডিএনএ কখনও ভারতীয়র ডিএনএ হতে পারে না। আপনার এলাকায় লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের চিনে রাখুন।”

আরও পড়ুন: NIA Raid: উপত্যকায় জঙ্গি হানার মদত ‘নিষিদ্ধ’ জামাত গোষ্ঠীর, টাকার খোঁজে ১৭ জায়গায় তল্লাশি এনআইএ-র