Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA Raid: উপত্যকায় জঙ্গি হানার মদত ‘নিষিদ্ধ’ জামাত গোষ্ঠীর, টাকার খোঁজে ১৭ জায়গায় তল্লাশি এনআইএ-র

Terror Funding Case: এনআইএ সূত্রে জানা গিয়েছে, জাকাত, মোওদা ও বইত-উল-মাল-র নাম করে জামাত গোষ্ঠী আর্থিক অনুদান সংগ্রহ করছিল উপত্যকায় নানা উন্নয়নমূলক কাজ করার জন্য এবং সেই টাকাই গোপনে জঙ্গি সংগঠনগুলির কাছে পাঠানো হচ্ছিল উপত্যকায় অশান্তি ছড়ানোর জন্য।

NIA Raid: উপত্যকায় জঙ্গি হানার মদত 'নিষিদ্ধ' জামাত গোষ্ঠীর, টাকার খোঁজে ১৭ জায়গায় তল্লাশি এনআইএ-র
এনআইএ। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 9:02 AM

কাশ্মীর: উপত্যকায় জঙ্গি হানায় মদত দিচ্ছে জামাত গোষ্ঠীই (Jamat Organization)। জঙ্গি হামলার (Terror Attack) টাকা কোথা থেকে আসছে, তা জানতে জম্মু-কাশ্মীর(Jammu Kashmir)-র ১৭টি জায়গায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা। বুধবার গোটা উপত্যকা জুড়েই সারাদিন এই তল্লাশি অভিযান চলে।

এনআইএ (NIA) সূত্রে জানা গিয়েছে, কাশ্মীর(Kashmir)-র অনন্তনাগ, কুলগাম, গান্দারবল, বান্দিপোরা জেলা এবং জম্মুর কিশ্তোর সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। মূলত জামাত-ই-ইসলামি (Jamaat-e-Islami) জঙ্গিদের কারা অর্থসাহায্য করছে, তা খুঁজে বের করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়।

জামাত গোষ্ঠীর একাধিক সদস্যের বাড়িতে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন ওই ব্যক্তিদের কাছ থেকে একাধিক গোপন নথি ও বহু বৈদ্যুতিন যন্ত্র উদ্ধার করা হয়েছে। কোন পথে জঙ্গি গোষ্ঠীগুলিকে টাকা পাঠানো হত এবং সেই টাকা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৮ ও ৯ অগস্টও এনআইএ (NIA) জম্মু-কাশ্মীরের ১০টি জেলা মিলিয়ে ৬১টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। ২০১৯ সালেই কেন্দ্রের তরফে জামাত গোষ্ঠীকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। জানানো হয়, জম্মু-কাশ্মীরের জঙ্গিগোষ্ঠীদের সঙ্গে এদের যোগাযোগ ছিল এবং  আগামিদিনে জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বাড়াতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA)-র অধীনে জামাত-ই-ইসলামি গোষ্ঠীকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এরপরই শতাধিক জামাত সমর্থকদের গ্রেফতার করা হয়। এনআইএ-র তরফে জানানো হয়েছিল, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নেয়।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, জাকাত, মোওদা ও বইত-উল-মাল-র নাম করে জামাত গোষ্ঠী আর্থিক অনুদান সংগ্রহ করছিল উপত্যকায় নানা উন্নয়নমূলক কাজ করার জন্য এবং সেই টাকাই গোপনে জঙ্গি সংগঠনগুলির কাছে পাঠানো হচ্ছিল উপত্যকায় অশান্তি ছড়ানোর জন্য।

আরও পড়ুন: Agni-V Ballistic Missile: দিল্লি থেকে ছুড়লে পার করবে বেজিং! অগ্নি মিসাইলের উৎক্ষেপণে সাফল্য ভারতের 

জামাত গোষ্ঠী হিজবুল মুজাহিদ্দিন (Hizbul Mujahiddin), লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর কাছেও টাকা পাঠাচ্ছিল বলে জানা গিয়েছে। টাকা লেনদেনের কাজে ব্যবহার করা হচ্ছিল জামাত গোষ্ঠীর ক্যাডারদেরই। উপত্য়কায় বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বাড়ানোর জন্য জামাত-ই-ইসলামি গোষ্ঠী কাশ্মীরের যুব সম্প্রদায়কে প্রভাবিত করা ও নিজেদের সংগঠনে যোগদান করায় উৎসাহিত করছিল বলেও জানা গিয়েছে। এনআইএ-র তরফে জানানো হয়েছে, এই মামলার তদন্ত জারি রয়েছে।

আরও পড়ুন: COVID Vaccine: নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ডোজ় পাননি ১১ কোটি, উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রের পরিসংখ্যান 

আরও পড়ুন: Serosurvey : রাজধানীতে ৯০ শতাংশের শরীরে করোনার অ্যান্টিবডি 

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'