বছর শেষে স্বস্তির খবর! বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা
কেন্দ্র এ দিন বিবৃতি দিয়ে জানিয়েছে, যাঁদের অডিট করা প্রয়োজন নেই, তাঁরা আইটিআর ১ অথবা আইটিআর ৪ ফর্ম ব্যবহার করে ১০ জানুয়ারি মধ্যে কর দাখিল করতে হবে।
নয়া দিল্লি: কার্যত চাপে পড়েই গত অর্থবর্ষের (২০১৯-২০) আয়কর রিটার্ন (Income Tax) ফাইল দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্র। ব্যক্তিগত আয়কর জমা দেওয়ার তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী বছর ১০ জানুয়ারি করা হয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আয়কর প্রদানের সময়সীমা বর্ধিত করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বর্ষশেষের মুহূর্তে কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন করদাতারা। করোনা কালে আর্থিক অসুবিধা থাকায় আয়কর রিটার্ন দাখিল করতে অসুবিধায় পড়েছিলেন তাঁরা। কেন্দ্রের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। ৩১ ডিসেম্বর আয়কর প্রদানের সিদ্ধান্তে অনড় থেকেছে কেন্দ্র। যার জেরে শেষবেলায় কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে আয়কর রিটার্ন জমা দিচ্ছিলেন করদাতারা।
বুধবারের সিদ্ধান্তের পর কেন্দ্র এ নিয়ে তৃতীয় বার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল। এর আগে চলতি বছরে ৩১ জুলাইয়ের পরিবর্তে ৩০ নভেম্বর এবং তারপর ৩১ ডিসেম্বর আয়কর জমা দেওয়ার কথা বলা হয়। উল্লেখ্য, আয়করের পাশাপাশি ২০১৯-২০ অর্থবর্ষের জিএসটি দাখিলের সময় দু’মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
আরও পড়ুন- মুখোমুখি জুকারবার্গ ও অম্বানি! কী কথা হল দুই ‘হেভিওয়েটের’ মধ্যে?
কেন্দ্র এ দিন বিবৃতি দিয়ে জানিয়েছে, যাঁদের অডিট করা প্রয়োজন নেই, তাঁরা আইটিআর ১ অথবা আইটিআর ৪ ফর্ম ব্যবহার করে ১০ জানুয়ারি মধ্যে কর দাখিল করতে হবে। অন্যদিকে যাদের বা যে সব সংস্থার অডিট করে থাকে, তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।