জয়েন্ট এন্ট্রান্স, নিটের বাকি পরীক্ষা কবে? শীঘ্রই কাটবে ধোঁয়াশা
জয়েন্ট এন্ট্রান্সের (JEE-main) দুটি পরীক্ষা বাকি আছে। অগস্টে সেই পরীক্ষা হতে পারে বলে সূত্রের খবর।
নয়া দিল্লি: সিবিএসই পরীক্ষার জট কেটেছে। পরীক্ষা বাতিল করে কোন উপায়ে মূল্যায়ন হবে, সেই ঘোষণাও করা হয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের প্রবেশিকা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। তবে সূত্রের খবর, শিক্ষা মন্ত্রক কয়েকদিনের মধ্যেই এই পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
জয়েন্ট এন্ট্রান্স মেনের বাকি থাকা পরীক্ষা ও মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কী ভাবে ও কবে নেওয়া হবে, সে ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই দুই পরীক্ষার সময়সূচী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা চলছে বলে শিক্ষা মন্ত্রক সূত্রে খবর। সম্ভবত অগস্ট মাসেই সেই পরীক্ষার দিন ধার্য করা হবে। আগামী ১ অগস্ট নিট-ইউজি পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। সূত্রের খবর, জেইই মেন-এর বাকি থাকা পরীক্ষা হতে পারে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বা অগস্টের দ্বিতীয় সপ্তাহে। তবে এ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে দেশের করোনার পরিস্থিতি পর্যালোচনা করার পরে চলতি মাসের শেষের দিকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: মাত্র ৫ মিনিটের ব্যবধানে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নিয়ে সুস্থ মহিলা
উল্লেখ্য, শিক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের স্কোর উন্নতির সুযোগ দেওয়ার জন্য জেইই-মেন এক বছরে চারবার হয়েছিল। ফেব্রুয়ারিতে প্রথম ধাপের পরে দ্বিতীয় দফায় মার্চ মাসে ও পরের ধাপটি এপ্রিল এবং মে মাসে নির্ধারিত ছিল। কিন্তু দেশে মহামারীর দ্বিতীয় তরঙ্গ চলাকালীন করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার পরে এগুলি স্থগিত করা হয়। পাশাপাশি মর্যাদাপূর্ণ ভারতীয় প্রযুক্তি ইনস্টিটিউট এবং জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউটগুলিতে ভর্তির জন্য জেই-অ্যাডভান্সড পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই।