Air Pollution: শীত পড়ার আগেই শীতের ছুটি! ঘরবন্দি থেকেও কি দূষণ থেকে রক্ষা পাবে খুদেরা?

Air Pollution Effect: দূষণ থেকে বাচ্চাদের সুরক্ষার জন্যই রাজ্যের সমস্ত স্কুল ৯ থেকে ১৮ নভেম্বর অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে শীতের ছুটি পড়লেও, শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ছুটি এগিয়ে আনা হয়েছে।

Air Pollution: শীত পড়ার আগেই শীতের ছুটি! ঘরবন্দি থেকেও কি দূষণ থেকে রক্ষা পাবে খুদেরা?
বায়ুদূষণ থেকে কীভাবে রক্ষা করবেন সন্তানদের?Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 10:21 AM

নয়া দিল্লি: জাকিয়ে ঠান্ডা তো দূর, হালকা শীতও পড়েনি এখনও, তার আগেই নাকি স্কুলে শীতের ছুটি! বুধবারই দিল্লি সরকারের তরফে রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়। আজ, ৯ নভেম্বর থেকে আগামী ১৮ নভেম্বর অবধি ছুটি ঘোষণা করা হয়েছে। দিল্লিতে মাত্রাতিরিক্ত দূষণের কারণেই এই ছুটি ঘোষণা করা হয়েছে। আজ, বৃহস্পতিবারও দিল্লিতে বাতাসের গুণমান ‘ভয়াবহ’ ক্যাটেগরিতেই রয়েছে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে এ দিন সকালে জানানো হয়, দিল্লিতে সার্বিক বাতাসের গুণমান ৪২১।  সবথেকে দূষিত অঞ্চল দক্ষিণ ও পশ্চিম দিল্লি। প্রায় সর্বত্রই বাতাসের গুণমান ৪০০-র উপরে। আনন্দ বিহারে বাতাসের গুণমান রয়েছে ৪৩২, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতাসের গুণমান ৪৪৬, জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৪১৪, পঞ্জাবী বাগে ৪৪৪, অশোক বিহারে ৪৩৪, প্রতাপগঞ্জে ৪২৪, ওখলায় ৪৩৩, ইন্ডিয়া গেটে বাতাসের গুণমান ৪২১-এ রয়েছে।

আগামী কয়েকদিনও বাতাসের গুণমান এমনই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দূষণ থেকে বাচ্চাদের সুরক্ষার জন্যই রাজ্যের সমস্ত স্কুল ৯ থেকে ১৮ নভেম্বর অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে শীতের ছুটি পড়লেও, শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ছুটি এগিয়ে আনা হয়েছে।

তবে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘরবন্দি থেকেও বাচ্চারা যে খুব একটা সুরক্ষিত থাকবে, তা নয়। বাইরে বের হলে সরাসরি দূষণের মধ্যে পড়তে হত তাদের, স্কুল ছুটির কারণে তা থেকে রক্ষা পেলেও দূষণের মাত্রা এতটাই বেশি হয়ে গিয়েছে যে ঘরের বাতাসও বিষিয়ে উঠছে। এরফলে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা ক্রমশ্য বৃদ্ধি পাচ্ছে। চোখেরও নানা সমস্যা দেখা দিচ্ছে। ঘরে সুরক্ষিত থাকতে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।