Arvind Kejriewal: ‘ঘোড়া কেনাবেচা’র ভয়, তড়িঘড়ি বিধায়কদের ‘লাগাম’ পরাতে উদ্যত কেজরী

Arvind Kejriewal: বুধবারই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, যার বিরুদ্ধে আবগারি নীতিতে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে, তিনি বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার চেষ্টার অভিযোগ করেন।

Arvind Kejriewal: 'ঘোড়া কেনাবেচা'র ভয়, তড়িঘড়ি বিধায়কদের 'লাগাম' পরাতে উদ্যত কেজরী
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2022 | 7:38 AM

নয়া দিল্লি: দিল্লিতে আম আদমি পার্টির সরকারের পতন করাতে উঠে পড়ে লেগেছে বিজেপি, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। সরকার বাঁচাতে তড়িঘড়ি বৈঠকের ডাক দিলেন তিনি। আজ, বৃহস্পতিবার সকাল ১১টায় আম আদমি পার্টির সমস্ত বিধায়কদের বৈঠকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হওয়া এবং একাধিক বিধায়ককে কিনে নেওয়ার চেষ্টার অভিযোগের পরই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন কেজরীবাল, এমনটাই দলীয় সূত্রে খবর।

বুধবারই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, যার বিরুদ্ধে আবগারি নীতিতে দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে, তিনি বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার চেষ্টার অভিযোগ করেন। তিনি দাবি করেন, আপ বিধায়কদের দল ছাড়ার জন্য ২০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল বিজেপি। ইডি ও সিবিআইকে চক্রান্তে ব্যবহার করা হচ্ছে বলেও টুইটে দাবি করেন তিনি। এরপরই আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির তরফে একটি প্রস্তাবনা পাশ করা হয় এবং বৃহস্পতিবারের ডাকা জরুরি বৈঠকে সমস্ত বিধায়কদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মণীশ সিসোদিয়ার স্বপক্ষেও দলের তরফে জানানো হয়, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো এফআইআর দায়ের করা হয়েছে।

এই বিষয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, “মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও হিসাব বহির্ভূত টাকা, সোনা গয়না পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে দিল্লি সরকারের পতন করানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নেতৃত্বে এই প্রচেষ্টার বিরুদ্ধেই প্রস্তাবনা পাশ করানো হয়েছে প্যাক কমিটিতে। বিজেপি সংবিধানবিরোধী পদ্ধতিতে দিল্লির আপ সরকারের পতন করানোর চেষ্টা করছে। আমরা দিল্লির মানুষকে আশ্বাস দিয়ে বলছি যে একজন বিধায়কও আম আদমি পার্টি ছেড়ে যাবে না। প্রধানমন্ত্রী মোদীর কাছেও আর্জি জানাচ্ছি দিল্লি সরকারের পতন করানোর চেষ্টা না করে, সেই শক্তি ও ক্ষমতা যেন মানুষের কল্যাণে ব্যয় করা হয়।”