Arvind Kejriwal-Mohua Moitra: ‘দু’নম্বরি দুইজনই’, কেজরীবাল-মহুয়ার হাজিরা নিয়ে খোঁচা বিজেপির

BJP Attacks Opposition: আবগারি নীতি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে ইডি। অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও আজ লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের তদন্তে।

Arvind Kejriwal-Mohua Moitra: 'দু'নম্বরি দুইজনই', কেজরীবাল-মহুয়ার হাজিরা নিয়ে খোঁচা বিজেপির
আজ জেরার মুখে দুই বিরোধী নেতা।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 7:37 AM

নয়া দিল্লি: একজন বিরোধী নেতার পাশাপাশি মুখ্যমন্ত্রীও বটে, অন্যদিকে আরেকজন সংসদে অন্যতম বিরোধী মুখ। একসঙ্গে দুই বিরোধী নেতা আজ প্রশ্নের মুখে পড়বেন। আবগারি নীতি দুর্নীতি মামলায় (Delhi Liquor Scam) আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)-কে তলব করেছে ইডি (ED)। অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-ও আজ লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন (Cash For Query) করার অভিযোগের তদন্তে। দুই অন্যতম বিরোধী নেতার একইদিনে হাজিরা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করা শুরু করেছে বিজেপি। সাংসদ নিশিকান্ত দুবে, যিনি মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, “দুই নম্বরি দুইজন ২ নভেম্বর নিজেদের পেশ করবেন।”

আবগারি নীতি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ নেতা সঞ্জয় সিং। এবার তদন্তকারী সংস্থার র‌্যাডারে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। চলতি বছরের গত এপ্রিল মাসেই আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরীবালকে জেরা করেছিল সিবিআই। এবার পালা ইডির। চলতি সপ্তাহের শুরুতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে সমন পাঠায় ইডি। আবগারি নীতি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য আজ, ২ নভেম্বর ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কেজরীবালকে।

এদিকে, কেজরীবালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতেই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছে আম আদমি পার্টি। দলের দাবি, বিরোধীদের মুখ বন্ধ করতে এটা বিজেপির চাল। আজ কেজরীবাল হাজিরা দিলেই তাঁকে গ্রেফতার করা হবে। শুধু কেজরীবালই নয়, একে একে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়, তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, আপ সাংসদ রাঘব চাড্ডা- সকলকেই নিশানা করবে বিজেপি, এমনটাই দাবি আপের।

আপ নেতা সৌরভ ভরদ্বাজ গতকালই জানান, যদি কেজরীবালকে গ্রেফতার করা হয়, তবে রাজ্য সরকার ও আম আদমি পার্টি জেল থেকেই পরিচালিত হবে।

অন্য়দিকে, আজ টাকার বদলে সংসদে প্রশ্ন করার অভিযোগ মামলায় লোকসভার এথিক্স কমিটি কাছে হাজিরা দেবেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা ও দামি উপহার নেওয়ার বিনিময়ে সংসদে আদানি ইস্যু নিয়ে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা মহুয়া মৈত্রের প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহদ্রাই-ও এই অভিযোগে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যেই এই দুই অভিযোগকারীর বয়ান রেকর্ড করেছে লোকসভার এথিক্স কমিটি। আজ পালা মহুয়া মৈত্রের।