Bulli Bai App: ‘বুল্লি বাই’ অ্যাপে তোলপাড় গোটা দেশ, মেয়েদের ছবি ‘নিলামে’ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি দিল্লি মহিলা কমিশনের
Photos of Women auctioned: দিল্লির মহিলা কমিশন (DCW) সোমবার 'বুল্লি বাই' ঘটনায় দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে সমন পাঠিয়েছে। ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয়, সেই দাবি জানিয়েছে দিল্লি মহিলা কমিশন।
নয়া দিল্লি : বুল্লি বাই অ্যাপ (Bulli Bai App) ইস্যুতে তোলপাড় হচ্ছে গোটা দেশ। দিল্লির মহিলা কমিশন (DCW) সোমবার ‘বুল্লি বাই’ ঘটনায় দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে সমন পাঠিয়েছে। ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয়, সেই দাবি জানিয়েছে দিল্লি মহিলা কমিশন।
মহিলা কমিশন ইতিমধ্যেই ইস্যুটিকে নিয়ে বেশ সক্রিয় ভূমিকায় নেমে পড়েছে। কোনওরকম সম্মতি ছাড়াই ইন্টারনেট প্ল্যাটফর্ম ‘গিটহাব’-এ মুসলিম মহিলাদের ছবি আপলোড করার বিষয়ে মিডিয়া রিপোর্টগুলিকে নিয়ে স্বতঃপ্রণোদিত অনুসন্ধান শুরু করেছে।
গিটহাব হল একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। সেখানে ‘বুল্লি বাই’ নামের একটি অ্যাপে অনেক মুসলিম মহিলার ছবি আপলোড করা হয়েছে, যাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বুল্লি অ্যাপের ফাঁস হওয়া মহিলাদের ছবির তালিকায় একজন সাংবাদিকও রয়েছে। তিনি অভিযোগ করেছেন, ওই অ্যাপটি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুসলিম মহিলাদের ছবি সংগ্রহ করবে এবং তাদের “নিলামে” অংশ নিতে লোকেদের উৎসাহিত করে।
কমিশন ২০২১ সালে এই ধরনেরই আরও একটি ঘটনার কথাও তুলে ধরেছে। যখন এই গিটহাবের ‘সুলি ডিলস’ নামে এক অ্যাপে অনেক মুসলিম মহিলা এবং মেয়েদের ছবি আপলোড করা হয়েছিল। দিল্লি মহিলা কমিশনের হস্তক্ষেপের পরে ২০২১ সালের জুলাইয়ে ওই ঘটনায় এফআইআরও দায়ের করা হয়েছিল। কিন্তু ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
দিল্লির মহিলা কমিশন আরও বলেছে, এই ধরনের একটি গুরুতর বিষয়ে অপরাধীদের গ্রেফতার না করাটা ভীষণই আতঙ্কজনক। আইন প্রয়োগকারী সংস্থার এই নির্মম মনোভাব অপরাধীদের এবং অন্যদের উৎসাহিত করেছে যারা অনলাইনে নারী ও মেয়েদের ‘বিক্রি’ চালিয়ে যাচ্ছে।
দিল্লির ওই মহিলা সাংবাদিকের অভিযোগ পেতেই কড়া ব্যবস্থা নিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। অভিযোগের ভিত্তিতে শনিবারই ওই বুল্লি বাই অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মহিলা সাংবাদিকের বক্তব্য ছিল, ওই অ্যাপে তাঁর ছবি বিকৃত করে ব্যবহার করা হয়েছে ৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুলিশের কাছে করা অভিযোগের কপিটিও তুলে ধরে তিনি।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই দিল্লির পাশাপাশি মহারাষ্ট্র এবং তেলাঙ্গানা প্রশাসনও এই বুল্লি বাই অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও সোমবার ‘বুল্লি বাই’ অ্যাপে ‘নিলামের’ জন্য মুসলিম মহিলাদের ছবি পোস্ট করার বিষয়টির তীব্র নিন্দা করেছেন। সঙ্গে তিনি আরও বলেছেন, মধ্য প্রদেশে বুল্লি বাই অ্যাপের বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : COVID Scare in Cruise Ship: কর্ডেলিয়ার প্রমোদ তরণীতে করোনা আক্রান্ত কর্মী, ২ হাজার যাত্রীর সোয়াব পরীক্ষা
আরও পড়ুন : Punjab Election 2022: এক সপ্তাহেই মোহভঙ্গ, ‘হাত’ ছেড়ে পদ্মে গিয়ে ফের ঘর ওয়াপসি কংগ্রেস বিধায়কের