Delhi Murder Case: প্রেমিককে বাড়িতে এনে শ্বশুর-শাশুড়িকে খুন, স্বামীর অভিযোগে ধরা পড়ল মহিলা
শ্বশুর- শাশুড়িকে খুনের জন্য দুই ব্যক্তির সহায়তা নেন মনিকা নামের ওই মহিলা। তাঁদের মধ্যে এক জন তাঁর প্রেমিক বলে জানিয়েছে পুলিশ।
নয়াদিল্লি: প্রেমিকের সাহায্যে শ্বশুর-শাশুড়িকে খুন করার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। দুই সঙ্গীকে দিয়ে তিনি বয়স্ক শ্বশুর- শাশুড়িকে খুন করিয়েছেন বলে অভিযোগ। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লিতে। এই বৃদ্ধ দম্পতির ছেলে তাঁর বাবা-মাকে খুন করার অভিযোগ করেছেন। এর পর ঘটনার তদন্তে নেমে ওই মৃত দম্পতির বউমাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর প্রেমিক ও অপর এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, মৃত দম্পতি দিল্লির গোকুলপুরী এলাকার বাসিন্দা। তাঁদের দুজনেরই বয়স ৭০ বছরের কোটায়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তির নিয়ে ঝামেলার জেরেই বউমা নিজের সঙ্গীদের দিয়ে খুন করিয়েছেন শ্বশুর-শাশুড়িকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির গোকুলপুরী এলাকায় থাকতেন ওই দম্পতি। একই বাড়িতে থাকত তাঁর ছেলে, বউমা ও নাতি। শ্বশুর- শাশুড়িকে খুনের জন্য দুই ব্যক্তির সহায়তা নেন মনিকা নামের ওই মহিলা। তাঁদের মধ্যে এক জন তাঁর প্রেমিক বলে জানিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তি রাধেশ্যাম ভার্মা সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ও তাঁর স্ত্রী বাড়ির একতলায় থাকতেন। দোতালায় থাকতেন তাঁর ছেলে, বউমারা। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৭টার সময় নিজের প্রেমিক ও অপর এক ব্যক্তিকে বাড়িতে গোপনে বাড়িতে ঢোকান মনিকা। তার পর সেখানেই লুকিয়ে ছিলেন খুনে অভিযুক্তরা। রাত হতেই বৃদ্ধ দম্পতির ঘরে ঢোকেন তাঁরা। এবং গলা কেটে দুজনকে খুন করেন। ওই দম্পতির ছেলে রবি পুলিশকে জানিয়েছেন, তিনি তাঁর বাবা-মাকে শেষ দেখেছিলেন রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ।
পুলিশ মৃত দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। শ্বশুর-শাশুড়িকে খুনের পরিকল্পনায় অভিযুক্ত মনিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গীদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে।