Manish Sisodia: জামিনের আবেদন খারিজ, মণীশ সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ আরও ২ দিন বাড়ল

মণীশ সিসোদিয়া আদালতে জানান, সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করছেন। তবে মানসিকভাবে হেনস্তা করতে একই প্রশ্ন বারবার করছেন।

Manish Sisodia: জামিনের আবেদন খারিজ, মণীশ সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ আরও ২ দিন বাড়ল
দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 4:58 PM

নয়া দিল্লি: মিলল না জামিন। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) সিবিআই (CBI) হেফাজতের মেয়াদ বাড়ল। আরও দু-দিন মণীশ সিসোদিয়াকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত। সিবিআইয়ের আইনজীবীর আবেদন মেনেই শনিবার এই রায় দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক এম. কে নাগপাল। আগামী সোমবার ফের মণীশ সিসোদিয়াকে দিল্লি আদালতে তোলা হবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত মণীশ সিসোদিয়া সিবিআই হেফাজতের মেয়াদ পেরোনোর তিনদিন আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, এদিন সিবিআইয়ের আইনজীবী মণীশ সিসোদিয়াকে আরও ৩ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। যদিও মণীশ সিসোদিয়ার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে সিবিআইয়ের হেফাজতে নেওয়ার ‘কোনও বিশেষ কারণ নেই। তিনি আরও বলেন, “সিবিআইয়ের অদক্ষতা কখনওই জামিন না পাওয়ার কারণ হতে পারে না।” যদিও বিচারক শেষ পর্যন্ত সিবিআইয়ের আবেদনই আংশিক মেনে নেন এবং মণীশ সিসোদিয়াকে দু-দিনের সিবিআই হেফাজতে পাঠান।

এদিন বিচারক রায় শোনানোর আগে মণীশ সিসোদিয়া আদালতে জানান, সিবিআই গোয়েন্দারা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করছেন। তবে মানসিকভাবে হেনস্তা করতে একই প্রশ্ন বারবার করছেন। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর এই জবাবে বিচারক সিবিআই-কে নির্দেশ দেন, একই প্রশ্ন পুনরায় করা যাবে না।

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গত রবিবার গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। দীর্ঘ ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। তারপর সোমবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দেন। যদিও মণীশ সিসোদিয়ার গ্রেফতারি এবং সিবিআই হেফাজতের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আপ কর্মী-সমর্থকেরা। তাঁদের বিক্ষোভের আঁচ গোটা দেশে পড়ে। যদিও পরদিনই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান মণীশ সিসোদিয়া। তাঁকে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ মণীশ সিসোদিয়া সহ আপ-এর। কিন্তু, এব্যাপারে প্রথমে দিল্লি হাইকোর্টে যেতে হবে বলে সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেন। এরপর নিম্ন আদালতেই জামিনের আবেদন খারিজ করেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। কিন্তু, সেই আবেদনেও সাড়া মিলল না।