Delhi Government: সুপ্রিম নির্দেশ সত্ত্বেও বাধা দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তুলে ফের আদালতে দিল্লির আপ সরকার

Supreme Court: জমি, পুলিশ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা ছাড়া বাকি সমস্ত প্রশাসনিক কাজে শেষ কথা বলবে দিল্লি সরকার আর লেফটেন্যান্ট গভর্নরকে দিল্লি সরকারের সমস্ত সিদ্ধান্ত মেনে চলতে হবে। কিন্তু দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর অভিযোগ, আমলা, সচিবদের বদলিতে বাধা দিচ্ছে কেন্দ্র।

Delhi Government: সুপ্রিম নির্দেশ সত্ত্বেও বাধা দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তুলে ফের আদালতে দিল্লির আপ সরকার
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 12:53 PM

নয়াদিল্লি: “গণতান্ত্রিক পরিকাঠামোয় প্রকৃত প্রশাসনিক ক্ষমতা অবশ্যই নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত”- দিল্লি সরকার বনাম লেফটেন্যান্ট সরকার মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার এ রকম কথায় জানিয়েছেন সুপ্রিম কোর্ট। দিল্লির শাসন ভারের বিষয়টিও স্পষ্ট করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় দিল্লির বিধানসভা ও নির্বাচিত সরকারের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের কোনও ক্ষমতা নেই লেফটেন্যান্ট গভর্নরের। জমি, পুলিশ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা ছাড়া বাকি সমস্ত প্রশাসনিক কাজে শেষ কথা বলবে দিল্লি সরকার আর লেফটেন্যান্ট গভর্নরকে দিল্লি সরকারের সমস্ত সিদ্ধান্ত মেনে চলতে হবে। কিন্তু দেশের শীর্ষ আদালতের এই নির্দেশ মানা হচ্ছে না বলে অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর অভিযোগ, আমলা, সচিবদের বদলিতে বাধা দিচ্ছে কেন্দ্র। এই অভিযোগ করে ফের আদালতের দ্বারস্থ হলেন তিনি।

দিল্লি সরকার এবং কেন্দ্রের বিরোধ মেটার কোনও নাম নেই। সু্প্রিম কোর্টের উল্লেখযোগ্য রায় ঘোষণার পর দিনই ফের কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ সুপ্রিম কোর্টের রায়ের পরও সচিব বদলিতে বাধা দিচ্ছে কেন্দ্র। অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ আপ সরকারের। বিষয়টি নিয়ে ফের এক বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল দিল্লি সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্চের নির্দেশ মানা হচ্ছে না এই অভিযোগ তুলে শুক্রবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দিল্লি সরকার। সেই আবেদন সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, বিষয়টি নিয়ে শুনানির জন্য তিনি সাংবিধানিক বেঞ্চ গঠন করবেন। পরের সপ্তাহে এ বিষয়ে শুনানি হবে।

দিল্লি সরকারের হয়ে এ বিষয়ে আবেদন করেছেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের হয়ে আবেদনের পর তিনি বলেছেন, “সংবিধানের ১৪১ নম্বর ধারার অধীনে আদালতের নির্দেশ অবমাননা হচ্ছে। আদালতের উচিত শীঘ্র বিষয়টি শোনা।”

প্রসঙ্গত, সু্প্রিম কোর্টের রায়দানের পরই সচিব স্তরে একাধিক বদলের ইঙ্গিত দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেই কাজেই এ বার বাধার অভিযোগ করে আদালতের দ্বারস্থ হলেন তিনি।