Sukanya Mondal: কেষ্টর ইশ্বরের কাছে প্রার্থনা বিফল! আগামী ২ মাস তিহাড়েই থাকতে হচ্ছে সুকন্যাকে

Sukanya Mondal: গত শনিবারই জামিনের আবেদন জানিয়েছেন সুকন্যা। জামিনের আবেদনের মামলা গৃহীত হয়েছে। ২৬ মে সুকন্যা মণ্ডলের জামিন মামলার সওয়াল জবাব হতে পারে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে।

Sukanya Mondal: কেষ্টর ইশ্বরের কাছে প্রার্থনা বিফল! আগামী ২ মাস তিহাড়েই থাকতে হচ্ছে সুকন্যাকে
সুকন্যা মণ্ডল (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 12:34 PM

নয়া দিল্লি: মেয়ের জামিনের জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু তা বিফলেই। সুকন্যা মণ্ডলকে আরও ২ মাস তিহাড়ে জেলেই থাকতে হচ্ছে। ১২ জুলাই পর্যন্ত সুকন্যা মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত। ফলে স্বস্তি মিলল না সুকন্যার। গত শনিবারই জামিনের আবেদন জানিয়েছেন সুকন্যা। জামিনের আবেদনের মামলা গৃহীত হয়েছে। ২৬ মে সুকন্যা মণ্ডলের জামিন মামলার সওয়াল জবাব হতে পারে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে।সুকন্যা মণ্ডলের ভোলে ব্যোম রাইস মিল এবং শিব শম্ভু রাইস মিলের নাম রয়েছে ইডির চার্জশিটে। আরও দু’টি সংস্থা অভিযুক্তের তালিকায়। একইসঙ্গে মনোজ মহনত নামে আরও এক অনুব্রত-ঘনিষ্ঠের নাম রয়েছে অভিযুক্তের তালিকায়।

অনুব্রত এবং তাঁর পরিবারের প্রায় সাড়ে ১১ কোটির নগদ এবং সম্পত্তি ইতিমধ্যেই ইডি বাজেয়াপ্ত করেছে বলে ইডি সূত্রে খবর। এখনও পর্যন্ত মোট ৩২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের দাবি, আব্দুল লতিফ থেকে অনুব্রত ঘনিষ্ট মলয় পিট, বিদ্যুৎবরণ গায়েনের বয়ানের ভিত্তিতে এই চার্জশিট তৈরি করা হয়েছে। একইসঙ্গে রাজীব ভট্টাচার্যের বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা।

তাঁদের বয়ান থেকে উঠে এসেছে গরুপাচারে অনুব্রতর ভূমিকা কী। একইসঙ্গে বেনামে সম্পত্তিরও খোঁজ মিলেছে বলে ইডি সূত্রে খবর।

জেলে মেয়ের মুখোমুখি হওয়ার পর কার্যত ভেঙে পড়তে দেখা গিয়েছিল দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে। তারপরই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ইশ্বর মেয়েটার যেন জামিন হয়।’ কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনও আশার আলো দেখা যায়নি।