Ashneer Grover: ৮১ কোটির প্রতারণার অভিযোগ! ১০ বছরের জেল হতে পারে অশনীর গ্রোভার ও তাঁর পরিবারের

Fraud Case: ভারত পে সংস্থার অভিযোগ, অশনীর গ্রোভার ও তাঁর পরিবার ৮১.৩ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন করেছে। বিভিন্ন মানব সম্পদ উপদেষ্টা বা এইচআর কনসাল্টেন্টকে টাকা দেওয়া হয়েছিল।

Ashneer Grover: ৮১ কোটির প্রতারণার অভিযোগ! ১০ বছরের জেল হতে পারে অশনীর গ্রোভার ও তাঁর পরিবারের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 12:54 PM

নয়া দিল্লি: ভারত পে-র সহ প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভারের (Ashneer Grover) বিরুদ্ধে বিপুল অঙ্কের প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের (Delhi Police Economic Offence Wing) তরফে অশনীর গ্রোভার, তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভার, তাঁর পরিবারের সদস্য দীপক গুপ্ত, সুরেশ জৈন ও শ্বেতাঙ্ক জৈনের বিরুদ্ধে ৮১ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে ফিনটেক ইউনিকর্ন সংস্থার তরফে।

জানা গিয়েছে, বুধবার দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং ভারত পে সংস্থার সহ প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আটটি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যে ধারাগুলিতে অভিযোগ দায়ের করা হয়েছে, তার মধ্যে রয়েছে ৪০৬ ধারা (বিশ্বাসভঙ্গের জন্য শাস্তি), ৪০৮ ( কেরানি দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) , ৪০৯ (সরকারি কর্মী বা ব্যাঙ্ক কর্মী, ব্যবসায়ী দ্বারা প্রতারণা), ৪২০ (প্রতারণা), ৪৬৭ (বহুমূল্য সামগ্রী বা দলিলের জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্য নিয়ে জালিয়াতি), ৪৭১ ও ১২০বি ধারা।

পুুলিশে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, সম্প্রতিই ভারত পে সংস্থার তরফে  সংস্থার আর্থিক লেনদেন নিয়ে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হয়। সেই আর্থিক পর্যালোচনাতেই একাধিক বেনিয়ম ও  অবৈধ কার্যকলাপের প্রমাণ মিলেছে। ভারত পে সংস্থার অভিযোগ, অশনীর গ্রোভার ও তাঁর পরিবার ৮১.৩ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন করেছে। বিভিন্ন মানব সম্পদ উপদেষ্টা বা এইচআর কনসাল্টেন্টকে টাকা দেওয়া হয়েছিল। অশনীর গ্রোভারের স্ত্রী মাধুরী জৈনের বিরুদ্ধে ভুয়ো নথি ও তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছে।

যদি অশনীর গ্রোভার, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়, তবে তাঁদের ১০ বছর অবধি শাস্তি হতে পারে। ইকোনমিক অফেন্স উইংয়ের হাতে তাঁদের গ্রেফতারির ক্ষমতাও রয়েছে।