‘সময় নষ্ট না করে চিকিৎসা পদ্ধতি খুঁজুন’, রামদেব বিতর্কে এ বার আদালতের ধমক চিকিৎসকদেরও

বৃহস্পতিবারের শুনানি চলাকালীন চিকিৎসক মহলের সঙ্গে বিচারপতির তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। চিকিৎসকদের ধমক দিয়ে বিচারপতি বলেন, "এই প্যানডেমিকের সময় আদালতের সময় নষ্ট না করে আপনাদের উচিত রোগের চিকিৎসা খোঁজা।"

'সময় নষ্ট না করে চিকিৎসা পদ্ধতি খুঁজুন', রামদেব বিতর্কে এ বার আদালতের ধমক চিকিৎসকদেরও
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 04, 2021 | 7:44 AM

নয়া দিল্লি: অ্যালোপ্যাথির কার্যকারিতা নিয়ে যোগগুরু রামদেব(Ramdev)-র মন্তব্য ঘিরে শেষই হচ্ছে না বিতর্ক। বৃহস্পতিবার দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশন(Delhi Medical Association)-র তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে রামদেবকে নোটিস পাঠায় দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। তবে রামদেবকে সরাসরি বা পরোক্ষে অবমাননাজনক তথ্য বা মন্তব্য থেকে বিরত রাখার জন্য চিকিৎসকরা যে আর্জি জানিয়েছিলেন, তা খারিজ করে দেয় আদালত।

সম্প্রতিই অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেন রামদেব। এরপরই শুরু হয় বিতর্ক। বিরোধ বড় আকার ধারণ করতেই কেন্দ্রের তরফেও রামদেবকে সতর্ক করা হয়। এদিকে, রামদেবের কাছ থেকে নিঃশর্ত ক্ষমার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করে দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তবে এ দিন হাইকোর্টের বিচারপতি জানান, নিঃশর্ত ক্ষমার দাবিতে মামলা নয়, বরং আর্জি দাখিল করুন।

বৃহস্পতিবারের শুনানি চলাকালীন চিকিৎসক মহলের সঙ্গে বিচারপতির তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়। চিকিৎসকদের ধমক দিয়ে বিচারপতি বলেন, “এই প্যানডেমিকের সময় আদালতের সময় নষ্ট না করে আপনাদের উচিত করোনার চিকিৎসা খোঁজা।” এর প্রতিবাদ করেই চিকিৎসক সংগঠনের তরফে বলে হয়, “রামদেবের মন্তব্য সংগঠনের সদস্যদের প্রভাবিত করছে। তিনি চিকিৎসকদের নাম তুলে কথা বলছেন, কখনও আবার বলছেন বিজ্ঞান ভুয়ো। রামদেব নিজে করোনিল ওষুধকে করোনার ওষুধ বলে বিক্রি করছেন। সরকারের তরফেও তাঁকে বিজ্ঞাপন করতে বারণ করা হয়েছে। এ দিকে উনি ততদিনে করোনিল বিক্রি করে ২৫০ কোটি টাকা উপার্জন করে নিয়েছেন।”

এর জবাবে আদালতের তরফে বলা হয়, “আগামিকাল আমারও মনে হতে পারে যে হোমিওপ্যাথি ভুয়ো। কিন্তু সেটা কেবলমাত্র মতামত। কারোর মতামতের বিরুদ্ধে কীভাবে মামলা দায়ের করবেন? আমরা যদি ধরেও নিই যে উনি ভুল বলছেন, তবুও এভাবে মামলা দায়ের করা যায় না। আপনারা জনস্বার্থ মামলা করুন।” আদালতের তরফে সাফ জানানো হয়, পতঞ্জলি কোনও নিয়ম ভাঙলে, তার বিরুদ্ধে পদক্ষেপ করার দায়িত্ব সরকারের, চিকিৎসকদের নয়।

আরও পড়ুন: শ্রাদ্ধানুষ্ঠানের পরেরদিনই হাজির করোনায় ‘মৃত’ স্ত্রী, রাগ দেখালেন খোঁজ না নেওয়ায়