Indian Oil: সুড়ঙ্গ কেটে পেট্রল চুরির চেষ্টা, গ্রেফতার ১ প্রৌঢ়
Indian Oil: বস্তুত, গত ৪ অক্টোবর ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষর তরফে একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। কর্তৃপক্ষর দাবি, ২৯ সেপ্টেম্বর থেকে তারা দেখতে পাচ্ছেন দিল্লি-পানিপথ অংশের কাছে পাইপলাইন থেকে তেল চুরি যাচ্ছে। তারা অনুমান করছিলেন সম্ভবত সেটি পোচনপুর গ্রাম থেকে হচ্ছিল।
নয়া দিল্লি: পেট্রল চুরির চেষ্টা। পেট্রল পাম্প পর্যন্ত কাটার অভিযোগে গ্রেফতার ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকায়। সেখানে ইন্ডিয়ান অয়েল পাইপলাইন থেকে তেল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
বস্তুত, গত ৪ অক্টোবর ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষর তরফে একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। কর্তৃপক্ষর দাবি, ২৯ সেপ্টেম্বর থেকে তারা দেখতে পাচ্ছেন দিল্লি-পানিপথ অংশের কাছে পাইপলাইন থেকে তেল চুরি যাচ্ছে। তারা অনুমান করছিলেন সম্ভবত সেটি পোচনপুর গ্রাম থেকে হচ্ছিল।
বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। তখনই তারা একটি সুড়ঙ্গ দেখতে পান। সেখানে দুটো প্লাস্টিকের পাইপ লক্ষ্য করেন। সেখান থেকেই তেল উত্তোলন করা হয়েছে বলে মনে করা হয়। গোটা ঘটনায় রাকেশ নামে বছর বাহান্নর এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।