Delhi Stabbing: বন্ধুত্ব ভাঙার মাশুল, ফাঁকা গলিতে যুবতীর পেটে লাগাতার কোপ, রক্তে ভাসল রাস্তা…
CCTV Footage of Delhi Stabbing: পুলিশের রিপোর্ট অনুযায়ী, বহু বছর ধরেই ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল যুবতীর। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এরপর থেকে যুবতী কথা বলা বন্ধ করে দেয়।
নয়া দিল্লি: নববর্ষের রাতে ২০ বছরের যুবতীকে পিষে দেওয়া ও সেই অবস্থাতেই ২০ কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরেকটি নৃশংস ঘটনা সামনে এল। দিনে দুপুরে প্রকাশ্যে এক যুবতীকে কোপাল এক যুবক। ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির আদর্শ নগর এলাকায়। জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেওয়ায় প্রতিশোধ নিতে এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের সোমবার ২১ বছর বয়সী ওই যুবতীর উপরে আচমকা হামলা চালায় বছর ২২-র এক যুবক। আদর্শ নগর এলাকায় প্রকাশ্য দিবালোকে একের পর এক ছুরির কোপ বসাতে থাকে ওই যুবক। কমপক্ষে পাঁচ থেকে ছয়বার ওই যুবতীকে কোপায় অভিযুক্ত যুবক।
#WATCH | A 22-year-old youth namely Sukhvinder arrested for stabbing a girl in Adarsh Nagar area on Jan 2. Both were friends &due to some dispute, he stabbed her 3-4 times.The girl is admitted to a hospital&her condition is stable: Delhi Police
(CCTV visuals confirmed by police) pic.twitter.com/VLMvdmWGuH
— ANI (@ANI) January 4, 2023
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম সুখবিন্দর সিং (২২)। মঙ্গলবার তাঁকে হরিয়ানার অম্বালা থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী, বহু বছর ধরেই ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব ছিল যুবতীর। সম্প্রতি তাঁদের মধ্যে সম্পর্ক খারাপ হয়। এরপর থেকে যুবতী কথা বলা বন্ধ করে দেয়। এই রাগেই সোমবার যুবতীর উপরে হামলা চালায় অভিযুক্ত। ছুরি দিয়ে কোপানোর পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।
ইতিমধ্যেই পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। তদন্তে পুলিশ জানতে পারে, হামলার পর অভিযুক্ত পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানায় পালিয়ে গিয়েছে। মঙ্গলবার অম্বালা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, আহত যুবতী দিল্লির জাহাঙ্গিরপুরীর জগজীবন রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।