Delhi Mayor Election: দিল্লির মেয়র নির্বাচন নিয়ে আপ-বিজেপির দড়ি টানাটানি শেষ! সুপ্রিম কোর্টে বড় জয় কেজরীর দলের

সুপ্রিম-রায়ের পর দিল্লির মেয়র নির্বাচন নিয়ে আপ ও বিজেপির দড়ি টানাটানি শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Delhi Mayor Election: দিল্লির মেয়র নির্বাচন নিয়ে আপ-বিজেপির দড়ি টানাটানি শেষ! সুপ্রিম কোর্টে বড় জয় কেজরীর দলের
দেশের শীর্ষ আদালত (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 8:34 PM

নয়া দিল্লি: দিল্লি পুরসভার মেয়র (Delhi Mayor Poll) নির্বাচন নিয়ে বড় জয় পেল আম আদমি পার্টি (AAP)। উপ-রাজ্যপালের মনোনীত সদস্যরা দিল্লির মেয়র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। শুক্রবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতের এই রায়ে খুশি অরবিন্দ কেজরীবালের দল। সুপ্রিম কোর্টের এই রায়ে ‘গণতন্ত্রের জয়’ হল বলে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)।

সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে টুইটারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) লিখেছেন, “সুপ্রিম কোর্টের এদিনের রায় আসলে গণতন্ত্রের জয়। সুপ্রিম কোর্টকে অনেক-অনেক ধন্যবাদ। আড়াই মাস পর এবার দিল্লি মেয়র পাবে।” একইসঙ্গে উপ-রাজ্যপাল ও বিজেপিকে একহাত নিয়ে আপ সুপ্রিমো লিখেছেন, “এবার এটা প্রমাণিত হয়ে গেল যে, উপ-রাজ্যপাল আর বিজেপি মিলে কী ভাবে দিল্লিতে বেআইনি ও অসাংবিধানিক নির্দেশ দিচ্ছে।”

প্রসঙ্গত, দিল্লি পুরসভার নির্বাচন ও ফলপ্রকাশ সুষ্ঠুভাবে হলেও মেয়র নির্বাচন নিয়ে জটিলতা বাধে। আপ ও বিজেপির দড়ি টানাটানিতে গত দু-মাসে তিনবার মেয়র নির্বাচন স্থগিত হয়ে যায়। আম আদমি পার্টির অভিযোগ, এক বিজেপি নেতাককে মেয়র পদে নির্বাচিত করে পুরসভা দখল করার চেষ্টা করছে গেরুয়া শিবির। যদিও বড় সংখ্যক ভোটে দিল্লি পুরসভায় জয়ী হয়েছে আপ। কিন্তু, উপ-রাজ্যপালের মনোনীত সদস্যরা মেয়র নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করেন। যার তীব্র প্রতিবাদ জানায় আপ। এটা নিয়ে তীব্র বচসা শুরু হয় এবং মেয়র নির্বাচন স্থগিত হয়ে যায়। মেয়র নির্বাচনের পরবর্তী দিন স্থির হলে সেই একই ঘটনা ঘটে। এরপর বিজেপি নেতারাও মেয়র ভোটে অংশ নিতে যান বলে আপ সুপ্রিমোর অভিযোগ। শেষ পর্যন্ত দিল্লির মেয়র নির্বাচনের জটিলতা কাটাতে জল গড়ায় সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম-রায়ের পর দিল্লির মেয়র নির্বাচন নিয়ে আপ ও বিজেপির দড়ি টানাটানি শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।