Blackmail: অঙ্কিতা শর্মা বলছি…নগ্ন ভিডিয়ো কলের ফাঁদে ৪ লক্ষ টাকা খোয়া গেল যুবকের
নগ্ন ভিডিয়ো কল প্রতারিত যুবককে করেছিলেন তিনি। এবং প্রতারিত যুবককেও নগ্ন হতে বলেন। এর পরই কেটে যায় ওই ভিডিয়ো কল।
নয়াদিল্লি: বন্ধুর হাতে প্রতারণার শিকার হলেন এক যুবক। সেক্সটরশন প্রতারণার শিকার হয়ে বন্ধুর সাহায্য চেয়েছিলন ওই যুবক। সেই বন্ধুই মিটমাট করে দেওয়ার নামে ওই যুবকের থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। আরও অর্থের দাবি করায় পুলিশে অভিযোগ জানান ওই যুবক। এর পর ঘটনার তদন্তে নামে পুলিশ। তার পর পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে সম্প্রতি মেসেজ করেন এক যুবতী। নিজেকে অঙ্কিতা শর্মা বলে পরিচয় দিয়েছিলেন ওই যুবতী। নগ্ন ভিডিয়ো কল প্রতারিত যুবককে করেছিলেন তিনি। এবং প্রতারিত যুবককেও নগ্ন হতে বলেন। এর পরই কেটে যায় ওই ভিডিয়ো কল। এবং সেই কল রেকর্ডিংয়ের ভিডিয়ো পাঠিয়ে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ।
দিল্লি পুুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত যুবকের নাম বাবলু। তাঁর বয়স ২৮ বছর। সম্প্রতি অঙ্কিতা শর্মা নামের এক যুবতীর সঙ্গে তাঁর হোয়াসটঅ্যাপে যোগাযোগ হয়। ওই যুবতী নগ্ন হয়ে ভিডিয়ো কল করেন বাবলুকে। তাঁকে নগ্ন হতে আহ্বান জানান। সেই ফাঁদে পা দিয়ে নগ্ন হয়েছিলেন বাবলু। এর পরই ওই কের ভিডিয়ো রেকর্ডিং আসে তাঁর হোয়াটসঅ্যাপে। এবং টাকা না দিলে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পর ওই মহিলাকে কিছু টাকা দিয়েছিলেন বাবলু।
কিছু দিন পরই বাবলুর বিয়ে ঠিক হয়েছে। তার আগে এই ধরনের হুমকিতে বিড়ম্বনায় পড়েন তিনি। ওই মহিলা আরও টাকা দাবি করলে বাবলু গোটা বিষয় তাঁর বন্ধু শিবম কুমারকে জানায়। শিবম তখন ওই মহিলার সঙ্গে মিটমাট করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এবং তাঁকে ৪ লক্ষ টাকা নেয় বাবলুর থেকে। বন্ধুকে বিশ্বাস করে সেক্সটরশনের হাত থেকে বাঁচতে সেই টাকা দিয়ে দেন বাবলু। এর পর অন্য এখটি নম্বর থেকে ফোন করে ফের টাকা দাবি করা হয়। তার পর পুলিশের দ্বারস্থ হন বাবলু।
তদন্তে নেমে মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অভিযুক্তের খোঁজ চালায় পুলিশ। সেই তদন্তেই ধরা পড়ে শিবম। তার বাড়ি বাবলুর বাড়ির এলাকাতেই। পুলিশ জানিয়েছে, বাবলুকে হুমকি দেওয়ার জন্য নতুন সিম নিয়েছিল শিমব। তাকে গ্রেফতার করেছে পুলিশ।