RSS School: শুধু হিন্দি নয়, সঙ্ঘ পরিচালিত স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরুর উদ্যোগ

Uttar Pradesh: আরএসএস পরিচালিত স্কুলের উচ্চ বিভাগ ইংরেজি মাধ্যমে রূপান্তরের আবেদন জানিয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমে রূপান্তরের কাজ শেষ হয়ে শীঘ্রেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হবে বলে জানা গিয়েছে।

RSS School: শুধু হিন্দি নয়, সঙ্ঘ পরিচালিত স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরুর উদ্যোগ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2023 | 4:37 PM

প্রয়াগরাজ: সময়ের সঙ্গে আধুনিকতার রাস্তায় হাঁটতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অধীনস্থ স্কুল। আরএসএস -এর শাখা সংগঠন বিদ্যা ভারতীর অনুমোদিত স্কুল এ বার ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হতে চলেছে। অভিভাবকদের দাবির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সম্প্রতি এই প্রবণতা দেখা গিয়েছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। সেখানেই আরএসএস পরিচালিত স্কুলের উচ্চ বিভাগ ইংরেজি মাধ্যমে রূপান্তরের আবেদন জানিয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমে রূপান্তরের কাজ শেষ হয়ে শীঘ্রেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হবে বলে জানা গিয়েছে। এই মর্মে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর কাছে ইতিমধ্যে অনুমোদনও চাওয়া হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত এলে হিন্দি মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পড়াশোনা শুরু হবে প্রয়াগরাজের আরএসএস-এর স্কুলে।

প্রয়াগরাজে ইংরেজি মাধ্যমে পড়শোনা প্রথম শুরু হয় রানি রেবতী দেবী সরস্বতী বিদ্যা নিকেতন ইন্টার কলেজ রাজাপুরে। এখানে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়াশোনা হয়। জ্বালা দেবী সরস্বতী বিদ্যা মন্দির ইন্টার কলেজ সিভিক লাইস ও রসুলাবাদেও ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরুর তোড়জোড় চলছে। এ জন্য। সিবিএসই বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। শীঘ্রই সিবিএসই-র প্রতিনিধিরা ওই দুই স্কুল পরিদর্শনে আসবেন বলে জানা গিয়েছে। বর্তমানে ওই স্কুলে উত্তর প্রদেশ বোর্ডের সিলেবাস পড়ানো হয়ে থাকে।

আরএসএস-এর স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা নিয়ে উদ্যোগী হয়েছে। এ জন্য বিদ্যা ভারতী পাবলিসার্স সরস্বতী প্রকাশনী হিন্দির পাশাপাশি ইংরেজিতে বই ছাপানো শুরু করে দিয়েছে। এ ব্যাপারে আরএসএস পরিচালিত স্কুলের প্রিন্সিপাল বলেছেন, “ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরুর জন্য ওই স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ইংরেজিতে দক্ষ শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলছে। সব ক্লাসেই ইংরেজি মাধ্যমে পড়ানো শুরু হবে। ইংরেজি মাধ্যমে পড়া শুরু হলেও বিদ্যা ভারতীর সমস্ত ঐতিহ্য বজায় রাখা হবে।”