Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi School Vacation: কনকনে ঠান্ডায় জবুথবু রাজধানী, স্কুলের শীতকালীন ছুটি বাড়াল দিল্লি সরকার

রবিবার থেকে দিল্লিতে নতুন করে শৈত্যপ্রবাহ চালু হয়েছে। এদিন সকালে সফদরজং এলাকায় তাপমাত্রা নেমে যায় ১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা গত দু-বছরের মধ্যে জানুয়ারিতে সর্বনিম্ন।

Delhi School Vacation: কনকনে ঠান্ডায় জবুথবু রাজধানী, স্কুলের শীতকালীন ছুটি বাড়াল দিল্লি সরকার
ঘন কুয়াশায় ঢেকে দিল্লি। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 8:08 PM

নয়া দিল্লি: কনকনে ঠান্ডায় জবুথবু দিল্লি সহ গোটা উত্তর ভারত। চলছে শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতে দিল্লির স্কুলগুলির শীতকালীন ছুটি বাড়ল। দিল্লির সমস্ত বেসরকারি স্কুলের শীতকালীন ছুটি ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। রবিবার এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে দিল্লির শিক্ষা পর্ষদ, ডিরেক্টরেট অফ এডুকেশন (DoE)।

দিল্লি সরকারের অধীনস্থ ডিরেক্টরেট অফ এডুকেশন (DoE)-এর তরফে দেওয়া নির্দেশিকায় স্পষ্টত জানানো হয়েছে, “শৈত্যপ্রবাহের জন্যই দিল্লির সমস্ত বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।” যদিও দিল্লি সরকারের অধীনস্থ স্কুলগুলি ২ জানুয়ারি খুলেছে এবং ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। সিলেবাস শেষ করা এবং ছাত্র-ছাত্রীদের ভাল রেজাল্ট করার লক্ষ্যেই ক্লাস চালু রাখা হয়েছে। যদিও দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশনের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখেল কেবল তাদের ক্লাস চালানো যেতে পারে। সেক্ষেত্রে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল চালানোর কথা বলা হয়েছে নির্দেশিকায়।

প্রসঙ্গত, রবিবার থেকে দিল্লিতে নতুন করে শৈত্যপ্রবাহ চালু হয়েছে। এদিন সকালে সফদরজং এলাকায় তাপমাত্রা নেমে যায় ১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা গত দু-বছরের মধ্যে জানুয়ারিতে সর্বনিম্ন। এছাড়া প্রতিদিন সকালে গোটা উত্তর-পশ্চিম ভারত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। কুয়াশা প্রভাব পড়েছে যার ফলে রেল বিমান এবং যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। দেশের মধ্য এবং পূর্বাঞ্চলের কিছু অংশেও এর প্রভাব পড়ছে। গত শনিবার দিল্লির সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। যা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরের কিছু অঞ্চলের থেকেও কম।

অন্যদিকে, প্রচন্ড ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের স্কুলগুলিরও শীতকালীন অবকাশ বাড়ানো হয়েছে। উত্তরপ্রদেশের সমস্ত স্কুল ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে যোগী আদিত্যনাথের প্রশাসন।