Delhi Crime: হাঁ করে তাকিয়েছিলেন মহিলার দিকে! পুলিশ চড় মারতেই এমন কাণ্ড ঘটাল যুবক…হতবাক সকলে

Delhi Crime: খাবারের পার্সেলের অপেক্ষা করছিলেন যখন, সেই সময়ই ওই জায়গা থেকে যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎ ওই মহিলা অভিযোগ করেন যে নাদিম তাঁর দিকে হাঁ করে তাঁকিয়ে ছিলেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়।

Delhi Crime: হাঁ করে তাকিয়েছিলেন মহিলার দিকে! পুলিশ চড় মারতেই এমন কাণ্ড ঘটাল যুবক...হতবাক সকলে
অভিযুক্ত যুবক। পাশে জ্বলন্ত বাইক।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 9:17 AM

নয়া দিল্লি: বছর ২৩-র নাদিম রেস্তোরাঁ থেকে খাবার কিনতে এসেছিলেন। অর্ডার দিয়ে রেস্তোরাঁর বাইরে খাবারের অপেক্ষা করতে করতেই তাকাচ্ছিলেন এদিক-ওদিক। হঠাৎই চড়াও হলেন এক দম্পতি, অভিযোগ করলেন নাদিম নাকি হাঁ করে মহিলার দিকে তাকিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করলেও, দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা। প্রায় হাতাহাতি শুরুর অবস্থা হতেই ছুটে আসে পুলিশ। মহিলাকে উত্যক্ত করার অভিযোগে চড় মারেন নাদিমকে। বিষয়টি এত দূর অবধি গড়ালেও ঠিক ছিল। কিন্তু পরেরদিন ঘটনাস্থলে এসে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ওই যুবক।

দিল্লির খান মার্কেট এলাকায় ওই যুবক রবিবার চড়াও হয়। আগের দিনের ঘটনার রাগে তিনি নিজের বাইকেই আগুন ধরিয়ে দেন। পুলিশ তাঁকে ধরতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করেও ঢিল ছোড়েন। অভিযুক্তকে ধরতে নাজেহাল অবস্থা হয় পুলিশের। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষ অবধি গ্রেফতার করা হয় যুবককে। পুলিশ বনাম ক্ষিপ্ত যুবকের লড়াই দেখতে বিশাল ভিড় জমে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার নাদিম খান মার্কেটের একটি রেস্তোরাঁয় খাবার কিনতে এসেছিলেন। খাবারের পার্সেলের অপেক্ষা করছিলেন যখন, সেই সময়ই ওই জায়গা থেকে যাচ্ছিলেন এক দম্পতি। হঠাৎ ওই মহিলা অভিযোগ করেন যে নাদিম তাঁর দিকে হাঁ করে তাঁকিয়ে ছিলেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। ওই মহিলা গিয়ে সামনের পুলিশ  আউটপোস্টে অভিযোগ জানান।

কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায়, ডিউটিতে থাকা পুলিশ কর্মী এসে নাদিমকে চড় মারেন। লজ্জায়, অপমানে ঘটনাস্থল ছেড়ে চলে যান নাদিম। কিন্তু পরেরদিনই ফের ঘটনাস্থলে ফিরে আসেন নাদিম এবং নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় দমকল বাহিনীতেও। বাইক থেকে আগুন পাশের একটি ফার্নিচারের দোকানেও ছড়িয়ে যায়। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, পুলিশ অভিযুক্তকে আটক করতে গেলে নাদিম রাস্তা থেকে পাথর তুলে ছুড়তে শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সময় নাদিম মত্ত ছিল।