Delhi Air Pollution: রাস্তায় বেরলেই জ্বালা করছে চোখ-গলা! বন্ধ স্কুল, ৫০ শতাংশ কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোমে’ পাঠাল দিল্লি সরকার
Delhi Air Quality: নয়ডা ও গ্রেটার নয়ডাতেও পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করা হয়েছে। অষ্টম শ্রেণি অবধি পড়ুয়াদের অনলাইনেই ক্লাস করানো হচ্ছে।
নয়া দিল্লি: বুক ভরে শ্বাস নেওয়া তো দূর, মাস্ক ছাড়া যদি রাস্তায় বের হন, তবে আধ ঘণ্টার মধ্যেই শুরু হবে চোখ-গলা জ্বালা। চিকিৎসকদের কাছে গেলে মিলছে একটাই উত্তর-অতিরিক্ত দূষণের কারণেই একাধিক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। বিগত তিনদিন ধরে দিল্লির বাতাসের গুণমান (Air Quality Index) “গুরুতর” পর্যায়ে রয়েছে। শনিবার সকালেও দিল্লিতে (Delhi) বাতাসের গুণমান ছিল ৪৩১। রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে অবস্থা আরও খারাপ। দূষণ মোকাবিলা করতে আজ থেকে দিল্লির প্রাথমিক স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সরকারি কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হল।
বাতাসের গুণমান পরীক্ষক সংস্থা, সফর (SAFAR)-র তরফে জানানো হয়েছে, এদিন সকালে দিল্লিতে বাতাসের গুণমানের সূচক ছিল ৪৩১। নয়ডায় বাতাসের গুণমান ছিল ৫২৯, গুরুগ্রামে তা ছিল ৪৭৮, গাজিয়াবাদে বাতাসের গুণমান ছিল ৪৪৬। অন্যদিকে, হরিয়ানার ফরিদাবাদেও বাতাসের গুণমান ছিল ৪৬৩।
Delhi shrouded in smog as air quality remains in the ‘Severe’ category; Visuals from the area around Signature Bridge. pic.twitter.com/Ksld9ZSo0N
— ANI (@ANI) November 5, 2022
অত্যাধিক দূষণের কারণেই গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সমস্ত প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করেন। পঞ্চম শ্রেণি থেকে পড়ুয়াদের ক্লাসরুমের বাইরের যাবতীয় কার্যকলাপেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সরকারি দফতরের কর্মীদেরও ‘ওয়ার্ক ফ্রম হোম’-র নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত ৫০ শতাংশ কর্মী অফিস থেকে এবং বাকি ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। বেসরকারি অফিসগুলিকেও একই নিয়ম অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নয়ডা ও গ্রেটার নয়ডাতেও পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করা হয়েছে। অষ্টম শ্রেণি অবধি পড়ুয়াদের অনলাইনেই ক্লাস করানো হচ্ছে। আগামী ৮ নভেম্বর অবধি অনলাইনেই ক্লাস হবে বলে জানানো হয়েছে।
দ্য কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের তরফে চার স্তরীয় ‘অ্যাকশন প্ল্যান’ গ্রহণ করা হয়েছে দূষণ প্রতিরোধে। নিষিদ্ধ করা হয়েছে পুরনো ইঞ্জিনের ডিজেল গাড়ির চলাচল। শুধু মাত্র বিএস-৬ ইঞ্জিন যুক্ত এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনের চলাচলেই ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বৈদ্যুতিক এবং সিএনজি চালিত ট্রাক ছাড়া অন্য ট্রাক দিল্লিতে প্রবেশ করতে পারবে না। দিল্লি-এনসিআর অঞ্চলে আপাতত হাইওয়ে, উড়ালপুল, ওভারব্রিজ, পাইপলাইন সহ যাবতীয় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে।