Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: ‘মমতার পদত্যাগ চাই’, বঙ্গভবন অভিযানে দিল্লিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ABVP-র

RG Kar Protest: দিল্লির বঙ্গভবনে এবিভিপির তরফে বিক্ষোভ। আর জি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখাল এবিভিপি। পুলিশের সঙ্গে চলল ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণের জন্য রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা।

RG Kar Protest: ‘মমতার পদত্যাগ চাই’, বঙ্গভবন অভিযানে দিল্লিতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ABVP-র
তুমুল বিক্ষোভ এবিভিপি-র Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2024 | 2:01 PM

নয়া দিল্লি: আরজি করের রেশ অনেক আগেই পৌঁছেছে দিল্লিতে। তোলপাড় চলছে গোটা দেশে। এবার দিল্লির রাজপথ দখল করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাদের দাবিতে ক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ডাক দেওয়া হল বঙ্গভবন অভিযানের। ‘মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না, কেন ফাঁসি দেওয়া হচ্ছে না অপরাধীদের?’ প্রশ্ন তুলে রাজধানীর রাজপথে গর্জে উঠল গেরুয়া শিবিরের ছাত্র যুব-ব্রিগেড। ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। পুলিশ কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় এবিভিপি-র কর্মী-সমর্থকদের মধ্যে। 

সাড়ে ১২টা থেকে শুরু হয় জমায়েত। তৈরি ছিল পুলিশও। মিছিল করে এগোতেই তাঁদের আটকে দেয় উর্দিধারীরা। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির হ্যালি রোড। ব্যারিকেড টেনে আটকে দেওয়া হয় রাস্তা। এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে জল কামান প্রস্তুত রেখেছে পুলিশ। অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যা তার ব্যবহার শুরু হবে তা স্পষ্ট। 

যদিও শুরুতেই প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে আন্দোলনকারী। এরইমধ্যে আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নামতে দেখা যায় আধা সামরিক বাহিনীকে। যদিও বঙ্গভবনের দিকে নাছোড় আন্দোলনকারীরা। আন্দোলনে ছিলেন স্বপ্না দাস। ক্ষোভে গর্জে উঠলেন তিনিও। বললেন, “এখনও অনেককে লুকিয়ে রাখা হয়েছে। আমরা চাইছি সমস্ত দোষীদের শাস্তি হোক। মমতা এখন ক্ষতিপূরণের কথা বলছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ওনার এসব কথা বলতে লজ্জা করে না?”