Air Asia: পাইলট প্রশিক্ষণে গাফিলতির অভিযোগ, এয়ার এশিয়ার ২০ লক্ষ টাকা জরিমানা

পাইলটের দক্ষতা যাচাই এবং যান্ত্রিক রেটিং পরীক্ষার ব্যাপারে এয়ার এশিয়া (ইন্ডিয়া) নিয়ম লঙ্ঘন করেছে অভিযোগ তুলেই কড়া পদক্ষেপ করল DGCA। এই নিয়ে গত একমাসে টাটা গোষ্ঠীর বিমান সংস্থার বিরুদ্ধে ৩টি পদক্ষেপ করল DGCA।

Air Asia: পাইলট প্রশিক্ষণে গাফিলতির অভিযোগ, এয়ার এশিয়ার ২০ লক্ষ টাকা জরিমানা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2023 | 5:04 PM

নয়া দিল্লি: পাইলটের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি। তারই খেসারত হিসাবে এয়ার এশিয়া (ইন্ডিয়া) কর্তৃপক্ষের ২০ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। শুধু তাই নয়, পাইলট নির্বাচনের ৮ মনোনীত পরীক্ষককে ৩ লক্ষ টাকা করে জরিমানা করেছে DGCA। এছাড়া প্রধান প্রশিক্ষককে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। DGCA-র নিয়ম লঙ্ঘনের জন্যই টাটা গোষ্ঠীর বিমান সংস্থার বিরুদ্ধে এই পদক্ষেপ বলে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে। এই নিয়ে গত একমাসে টাটা গোষ্ঠীর বিমান সংস্থার বিরুদ্ধে ৩টি পদক্ষেপ করল DGCA।

DGCA সূত্রে জানা গিয়েছে, পাইলটের দক্ষতা যাচাই এবং যান্ত্রিক রেটিং পরীক্ষার ব্যাপারে এয়ার এশিয়া (ইন্ডিয়া) নিয়ম লঙ্ঘন করেছে অভিযোগ তুলেই কড়া পদক্ষেপ করল DGCA। শনিবার DGCA-র তরফে বিবৃতি জারি করে আরও বলা হয়েছে, পাইলট প্রশিক্ষণ ও নির্বাচনের নীতি কেন মানা হয়নি সে ব্যাপারে এয়ার এশিয়া (ইন্ডিয়া)-র ম্যানেজার প্রধান প্রশিক্ষক এবং মনোনীত পরীক্ষকদের লিখিত জবাব দাবি করা হয়েছিল। তাঁদের সেই জবাব খতিয়ে দেখেই এই পদক্ষেপ করা হয়েছে।

যদিও অভিযোগ খণ্ডন করে এয়ার এশিয়া (ইন্ডিয়া)-র মুখপাত্র বিবৃতি জারি করে জানান, ২০২২ সালের নভেম্বরে DGCA-র তরফে পাইলটদের প্রশিক্ষণ সম্পর্কিত একটি সমস্যা প্রকাশ্যে এসেছিল। অবিলম্বে DGCA-র সঙ্গে যৌথভাবে সংশোধনমূলক ব্যবস্থা করা হয় এবং যে ফাঁক ধরা পড়েছিল সেটি পূরণের ব্যবস্থা করা হয়। তারপরেও DGCA-র পদক্ষেপে কার্যত হতাশ এয়ার এশিয়া (ইন্ডিয়া) কর্তৃপক্ষ। তবে পুনরায় বিষয়টি বিবেচনা করে দেখার জন্য DGCA-র কাছে আবেদন জানিয়েছে এয়ার এশিয়া কর্তৃপক্ষ।