Dharmendra Pradhan: স্কিল ডেভেলপমেন্টে জোর ধর্মেন্দ্র প্রধানের, অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে চলার বার্তা

Melbourne: মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী ব্রেন্ডন ও'কনরের সঙ্গে একটি দ্বিপাক্ষিক আলোচনাতে বসেছিলেন ধর্মেন্দ্র প্রধান। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে যুব সমাজকে আরও বেশি দক্ষ ও ক্ষমতাসম্পন্ন করে তোলার বিষয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।

Dharmendra Pradhan: স্কিল ডেভেলপমেন্টে জোর ধর্মেন্দ্র প্রধানের, অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে চলার বার্তা
ধর্মেন্দ্র প্রধান
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 10:46 PM

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রী ব্রেন্ডন ও’কনরের সঙ্গে একটি দ্বিপাক্ষিক আলোচনাতে বসেছিলেন ধর্মেন্দ্র প্রধান। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে যুব সমাজকে আরও বেশি দক্ষ ও ক্ষমতাসম্পন্ন করে তোলার বিষয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। অস্ট্রেলিয়ার মন্ত্রী ব্রেন্ডন ও’কনরকে ভারত সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তখা উদ্যোগ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার ভিক্টোরিয়ান স্কিল অথরিটির সিইও ক্রেগ রবার্টসন এবং বেন্ডিগো কঙ্গন ইনস্টিটিউটের সিইও স্যালি কার্টেন সহ অন্যান্যদের সঙ্গে মেলবোর্নের ডকল্যান্ডসে কাঙ্গান ইনস্টিটিউটে ‘VET: পলিসি ডায়লগ অন ডেভেলপিং স্কিল ফর দ্য ফিউচার’-এ যোগ দিয়েছিলেন। সেখানে একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনের জন্য ভারতীয় যুব সমাজকে আরও বেশি দক্ষ করে তোলার জন্য অস্ট্রেলিয়ান স্কিল স্ট্যান্ডার্ডস অ্যান্ড সার্টিফিকেশনের মতো ফ্রেমওয়ার্ক গড়ে তোলা। যাতে ভারতীয় যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়িয়ে তোলা যায়, তাঁদের দক্ষতা বাড়ানো যায়। ভারতীয় যুবসমাজকে তাঁদের শিক্ষা এবং শিল্পের মধ্যে এক সমন্বয় সাধনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান স্কিল স্ট্যান্ডার্ড এবং সার্টিফিকেশনের ফ্রেমওয়ার্ক কেমন প্রভাব ফেলতে পারে, তা নিয়েও আলোচনা করা হয় এদিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারার কথা এদিন মেলবোর্নের আলোচনাচক্রে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভীষণ দক্ষ এবং কাজের প্রতি নিষ্ঠাবান মানুষদের নিয়ে এই ভারতকে উৎপাদনশীলতার এক বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার চিন্তাভাবনার কথা জানান ধর্মেন্দ্র প্রধান। শ্রী প্রধান দক্ষ এবং উচ্চ-উৎপাদনশীল জনশক্তির জন্য ভারতকে একটি বৈশ্বিক কেন্দ্রে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি এবং প্রচেষ্টা শেয়ার করেছেন। একুশ শতকের ভারতের কাছে তার সবথেকে বড় শক্তি হল দেশের তরুণ জনসংখ্যা। নতুন ভারতের এই দক্ষতা শুধু ভারতীয় নয়, বিশ্ব অর্থনীতিতেও অবদান রাখবে।

মঙ্গলবার মেলবোর্নের ওই আলোচনাচক্রে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্কিলিং প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভারতের সহযোগিতার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে ভারতীয় যুব সমাজকে আরও দক্ষ করার লক্ষ্যে ভারতকে একসঙ্গে নিয়ে চলার যে আগ্রহ অস্ট্রেলিয়া দেখিয়েছে, এদিন তারও প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী। ভারত এবং অস্ট্রেলিয়া উভয়েরই স্কিল ডেভেলপমেন্ট, কর্মশক্তি বাড়ানোর জন্য বেশ কিছু ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলেই মত তাঁর।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন বেন্ডিগো কাঙ্গান ইনস্টিটিউটের অটোমোটিভ সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখেন। এর পাশাপাশি মেলবোর্নের ডেকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিল্প-কেন্দ্রিক কোর্স, গবেষণার ডিগ্রির বিষয়গুলি দেখেন তিনি। ধর্মেন্দ্র প্রধানের মতে, জাতীয় শিক্ষানীতি ২০২২-র মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী সংস্কার নিয়ে আসবে এবং স্টার্ট-আপগুলির জন্য পরিবেশ আরও সহজ করা যাবে এর মাধ্যমে। ডেকিন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় ও স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে একে অন্যের কাছ থেকে শিক্ষা পদ্ধতি সম্পর্কে জানার জন্য।