Overcrowded Train: হাতে কনফার্ম টিকিট, এসি কামরায় উঠতেই দিল না বিনা টিকিটের যাত্রীরা! দীপাবলিতে চরম বিশৃঙ্খলা

Indian Railways: এক ব্য়ক্তি এক্স হ্যান্ডেলে অভিযোগ করে লেখেন, "ভারতীয় রেলওয়ের চরম অব্যবস্থাপনায় আমার দীপাবলি নষ্ট হয়ে গেল। আমার কাছে থার্ড ক্লাস এসি টিকিট থাকা সত্ত্বেও ভাদোদরা থেকে ট্রেনে উঠতে পারিনি। পুলিশও কোনও সাহায্য করেনি। আমার মতো আরও অনেকে ট্রেনে উঠতেই পারেননি।"

Overcrowded Train: হাতে কনফার্ম টিকিট, এসি কামরায় উঠতেই দিল না বিনা টিকিটের যাত্রীরা! দীপাবলিতে চরম বিশৃঙ্খলা
উপচে পড়া ভিড় ট্রেনে।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 9:07 AM

আহমেদাবাদ: হাতে কনফার্ম টিকিট, নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন স্টেশনে। কিন্তু লাভ কিছুই হল না। ট্রেনে ওঠা তো দূর, হাতলটুকুও ধরতে পারলেন না। চোখের সামনে দিয়েই বেরিয়ে গেল ট্রেন। দীপাবলিতে এমনই ভয়ঙ্কর  অভিজ্ঞতার সম্মুখীন হলেন একাধিক যাত্রী। ফেসবুক, এক্স (টুইটারের নতুন নাম) সহ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তারা ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় রেলওয়ের বিরুদ্ধে। অভিযোগ, উৎসবের মরশুমে সকলেই বাড়ি ফিরছেন। এর জেরে বিভিন্ন রাজ্যেই দূরপাল্লার ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। বিনা টিকিটের যাত্রী, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ঠেলায় যাদের কাছে কনফার্ম টিকিট রয়েছে, তারাও ট্রেনে উঠতে পারেননি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। দরজায় ঝুলছে যাত্রীরা, কোনওভাবেই ওঠা সম্ভব নয় সেই ট্রেনে। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলির বাইরেও যাত্রীদের লম্বা লাইন, অনেক যাত্রীরই কনফার্ম টিকিট থাকলেও, তারা ট্রেনে উঠতে পারেননি।

এক ব্য়ক্তি এক্স হ্যান্ডেলে অভিযোগ করে লেখেন, “ভারতীয় রেলওয়ের চরম অব্যবস্থাপনায় আমার দীপাবলি নষ্ট হয়ে গেল। আমার কাছে থার্ড ক্লাস এসি টিকিট থাকা সত্ত্বেও ভাদোদরা থেকে ট্রেনে উঠতে পারিনি। পুলিশও কোনও সাহায্য করেনি। আমার মতো আরও অনেকে ট্রেনে উঠতেই পারেননি।”

ওই ব্যক্তির আরও অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের ভিড় তাঁকে ঠেলে ট্রেন থেকে বের করে দেওয়া হয়। বিনা টিকিটের যাত্রীরা ট্রেনে উঠে দরজা লক করে দেওয়ায় অন্য় যাত্রীরা ট্রেনে উঠতে পারেননি। পুলিশও সাহায্যের বদলে দাঁড়িয়ে কেবল হেসেছেন বলেই অভিযোগ।

এই অভিযোগের পরই ভাদোদরার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় রেলওয়ে পুলিশের কাছে এই বিষয়ে দৃষ্টিপাত করার আবেদন করেন।

প্রসঙ্গত, শুধু ভাদোদরা নয়, শনিবার গুজরাটের সুরাট রেল স্টেশনেও একই দৃশ্য দেখা গিয়েছিল। ট্রেন আসতেই বিনা টিকিটের যাত্রীরা ওঠার জন্য হুড়োহুড়ি করায় পদপিষ্ঠ হওয়াক মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এক যুবকের মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও দুইজন। বহু যাত্রী অতিরিক্ত ভিড়ে অসুস্থ হয়ে পড়েন।