Eknath Shinde: ‘আমি যখন রাস্তা দিয়ে যাব…’, মুখ্যমন্ত্রী হয়েই পুলিশকে ‘কড়া’ নিয়ম বাতলে দিলেন একনাথ

Eknath Shinde: নির্দেশিকায় পুলিশকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "যখন মুখ্যমন্ত্রী কনভয় রাস্তা দিয়ে যায়, সেই সময় পুলিশ রাস্তার যাবতীয় ট্রাফিক আটকে দেয়।

Eknath Shinde: 'আমি যখন রাস্তা দিয়ে যাব...', মুখ্যমন্ত্রী হয়েই পুলিশকে 'কড়া' নিয়ম বাতলে দিলেন একনাথ
ছবি সৌজন্যে : গুগল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 7:06 PM

মুম্বই: কয়েকদিন আগেই মহারাষ্ট্রে (Maharashtra) উলট-পুরাণ হয়েছে। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথ শিন্ডে নেতৃত্বাধীন সেনা বিধায়করা। ইতিমধ্যেই বিজেপি ও নির্দল বিধায়কদের সমর্থন নিয়ে মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। শপথ নিয়ে আগের সরকারের বিভিন্ন নিয়ম বাতিল করার কথা ঘোষণা করেছেন ‘বালাসাহেব ঠাকরের শিষ্য’। উদ্ধব ঠাকরের ‘রিকসাওয়ালা’ কটাক্ষের পর ‘সাধারণের প্রতিনিধি’ হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন এক পদক্ষেপের কথা জানিয়েছেন একনাথ শিন্ডে। মুম্বই পুলিশ তথা রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দিয়ে শিন্ডে জানিয়েছেন, তাঁর কনভয় যখন রাস্তা দিয়ে যাবে, সেই সময় যাতে কোনও ভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ করে অথবা অন্যান্য গাড়ি চলাচল বন্ধ করে সাধারণ মানুষের সমস্যা তৈরি করা না হয়। সেই কারণে তাঁর কনভয়ের ওপর থাকা ‘স্পেশাল প্রোটোকল’ তুলে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন একনাথ শিন্ডে।

নির্দেশিকায় পুলিশকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “যখন মুখ্যমন্ত্রী কনভয় রাস্তা দিয়ে যায়, সেই সময় পুলিশ রাস্তার যাবতীয় ট্রাফিক আটকে দেয়। ভিভিআইপি গতিবিধির কারণে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। মুখ্যমন্ত্রীর কনভয়কে কোনও স্পেশাল প্রোটোকল দেওয়ার কোনও প্রয়োজন নেই।” শিন্ডে বলেন, “দয়া করে ট্রাফিক বন্ধ করবেন না। মুখ্যমন্ত্রী যাত্রাপথে বন্দোবস্ত কমাতে হবে।” সিনিয়র পুলিশ আধিকারিকদের তিনি জানিয়েছেন, ‘এটা সাধারণ মানুষের সরকার, ভিআইপির তুলনায় তাদের বেশি গুরুত্ব দিতে হবে।’

উল্লেখ্য, ২৯ জুন কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোটের মহা বিকাশ আগাড়ির সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। একনাথ শিন্ডের নেতৃত্বে ৪০ জন বিদ্রোহী সেনা বিধায়করা অসমের বিলাসবহুল হোটেলে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধবের পদত্যাগের পরই ৩০ জন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন একনাথ শিন্ডে। আশ্চর্যজনকভাবে রাজ্যের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে বাধ্য করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব।