Shinzo Abe assassinated: ‘প্রিয় বন্ধু’ হারালেন মোদী, আবে-প্রয়াণে গোটা বিশ্বে শোকের ছায়া! চিনে রঙ্গ-রসিকতা?

Shinzo Abe assassinated: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবের মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডে গোটা বিশ্বে শোকের ছায়া। বিশ্বের বিভিন্ন দেশের প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রনেতারা শোক প্রকাশ করলেন।

Shinzo Abe assassinated: 'প্রিয় বন্ধু' হারালেন মোদী, আবে-প্রয়াণে গোটা বিশ্বে শোকের ছায়া! চিনে রঙ্গ-রসিকতা?
শোকাহত গোটা বিশ্ব
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 6:31 PM

টোকিয়ো: এক বন্দুকবাজের গুলিচালনায় শুক্রবার (৮ জুলাই), অত্যন্ত মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবের। জাপান সরকারের পক্ষ থেকে তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করার পর, গোটা বিশ্ব থেকে প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রনেতারা প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। জাপানের সবথেকে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন আবে। দুইবার মিলিয়ে প্রায় ৯ বছর জাপানের শীর্ষপদে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল তাঁর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিনজো আবের মধ্যে দীর্ঘ কয়েক দশকের বন্ধুত্ব ছিল। প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রীর মৃত্যুর পর, বেশ কয়েকটি টুইট করে তাঁর মনোভাব ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভাষায় বলে বোঝাতে পারছি না। তিনি ছিলেন একজন অসামান্য বৈশ্বিক রাষ্ট্রনেতা, একজন অসামান্য নেতা এবং একজন অসাধারণ প্রশাসক। জাপান এবং বিশ্বকে আরও ভালো একটি জায়গা করে তুলতে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন’

ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করেছেন, ‘জাপানের একজন মহান নেতা তথা ইসরায়েলের একজন মহান বন্ধু, আমাদের প্রিয় শিনজো আবের হত্যাকাণ্ডে আমার স্ত্রী সারা, আমি এবং ইসরায়েলের সমস্ত নাগরিক শোক প্রকাশ করছি। তাঁর স্ত্রী, আকিয়া এবং জাপানি জনগণকে আমরা আন্তরিক সমবেদনা জানাই। আমাদের মধ্যে সাহসী বন্ধুত্বের জন্য আমি তাঁকে সর্বদা কৃতজ্ঞ-চিত্তে স্মরণ করব।’

ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও বাণিজ্যিক নিরপেক্ষতা বজায় রাখতে, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানকে নিয়ে কোয়াড গোষ্ঠা গঠনে হোতার ভূমিকা ছিল আবেরই। কোাড বন্ধু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ় জানিয়েছেন, তিনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত ও শোকাহত। আলবানিজ় বলেছেন, ‘তিনি অস্ট্রেলিয়ার একজন মহান বন্ধু ছিলেন। তাঁর পরিবার এবং জাপানের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমরা আপনার সঙ্গে শোক ভাগ করে নিচ্ছি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করেছেন, ‘জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবের দুঃখজনক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি পাকিস্তান-জাপান সুসম্পর্কের জন্য অমূল্য অবদান রেখেছেন। শোকাহত পরিবারের জন্য আমারা প্রার্থনা করছি। এই কঠিন সময়ে, আমরা জাপানের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

অন্যদিকে, চিন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া এখনও না দেওয়া হলেও, চিনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ এই ঘটনায় উল্লাস প্রকাশ করেছে বলে, টুইটারে দাবি করা হয়েছে। ওয়েইবো এবং উইচ্যাটের মতো চিনা সোশ্যাল মিডিয়া এই মর্মান্তিক সংবাদটি নিয়ে ঠাট্টা-রসিকতাও করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে, এই দাবি খতিয়ে দেখা সম্ভব হয়নি। পাশাপাশি চিনা সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর এক প্রতিবেদনে, এই জঘন্য হামলার ব্যখ্যা দিয়ে এক চিনা বিশ্লেষক দাবি করেছে, ‘জাপানে বরাবরই আবে-বিরোধী জনমত ছিল।’

এদিন, পশ্চিম জাপানের নারা শহরের রেলস্টেশনের বাইরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, ৬৭ বছর বয়সী শিনজো আবে-কে পিছন থেকে পরপর দুবার গুলি করে এক আততায়ী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই তাঁর শ্বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তাঁর হৃদযন্ত্রও কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিছুক্ষণ পরই হাসপাতালের পক্ষ থেকে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন বন্দুকবাজকে পুলিশ আটক করেছে।